

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অদূর ভবিষ্যতে জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডকে খেলোয়াড়-কোচিং ভূমিকা দেওয়ার পরিকল্পনা করছে। ব্রেন্ডন ম্যাককুলামের পরিকল্পনার অধীনে অ্যান্ডারসন-ব্রড, খেলোয়াড়-কোচের ভূমিকায় তাদের টেস্ট ক্যারিয়ার শেষ করতে পারে।
ম্যাককুলামের জামানার শুরুতেই অ্যান্ডারসন, ব্রডের প্রত্যাবর্তন! এবার এই দুই সেরার হাত ধরেই নতুন এক ভাবনায় ম্যাককুলাম। যিনি ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট সংস্কৃতিকে আরও প্রাণবন্ত করতে চান।
ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বোলিং কোচ জন লুইস ইসিবিতে আরেকটি চাকরি নিতে চলেছেন। প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে যে প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককুলামের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, লুইসকে স্থায়ীভাবে রাখার পরিবর্তে অ্যান্ডারসন এবং ব্রডের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানো।
ম্যাককালাম ইংলিশ টেস্ট দলের সাথে যুক্ত হওয়ার পর থেকেই ব্যাকরুম স্টাফের সংখ্যা কমাতে চেয়েছিলেন। ইংল্যান্ড আগামী ফেব্রুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ড সফরে যাবে, এবং অ্যান্ডারসন-ব্রড দুজনকেই খেলোয়াড়-কোচের ভূমিকায় ‘ট্রায়াল’ করা হতে পারে এই সিরিজে।
সিরিজটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ নয়, ফলে ইংল্যান্ড অ্যান্ডারসন-ব্রড জুটির একজনকে ‘নেট অনুশীলনের তত্ত্বাবধানে সাহায্য করার জন্য একাদশের বাইরে রাখতে পারে’।