

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মাসেরও কম সময় আগে শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে টম মুডির বিচ্ছেদ হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের ডিরেক্টর অব ক্রিকেট পদে ছিলেন টম মুডি। মেয়াদ পূর্ণ করার আগেই সমঝোতার ভিত্তিতে শেষ হল দুই পক্ষের চুক্তি।
২০২১ এর ফেব্রুয়ারিতে ৩ বছরের চুক্তিতে এসএলসির পরামর্শক হিসেবে যুক্ত হয়েছিলেন টম মুডি। ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে এতোদিন দায়িত্বে ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টম মুডি।
চুক্তি শেষ হওয়ার আগে এসএলসি এবং টম মুডির সম্পর্ক ছিন্ন হয়। এই মাসের শেষের দিকে বা পরের মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে মুডি আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন। শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি মোহন ডি সিলভা এই তথ্য নিশ্চিত করেন সেদেশের গণমাধ্যমে।
শ্রীলঙ্কার প্রাক্তন প্রধান কোচ মুডিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করতে গত বছরের ফেব্রুয়ারিতে ক্রিকেটের পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছিল।
তবে বিভিন্ন সূত্র বলছে, ৪০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সঞ্চয় থাকা সত্ত্বেও “দীর্ঘমেয়াদে তার ফি বহন করতে পারেনি”।
অস্ট্রেলিয়া ও ওরচেস্টারশায়ারের সাবেক অলরাউন্ডার মুডি শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হিসেবেও ২ বছর মেয়াদে কাজ করেছেন। সাবেক এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত শ্রীলঙ্কার কোচ ছিলেন। তার অধীনেই ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধানরা।