

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে ডারবান সুপার জায়ান্টস দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লজনার। আর বোলিং কোচের দায়িত্ব ওঠল মরনে মরকেলের কাঁধে।
আইপিএলের লখনৌ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির কর্ণধার আরপিএসজি গ্রুপ দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগে কিনেছে ডারবান দল।
টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের আগেই কোচিং প্যানেল সাজিয়েছে সুপার জায়ান্টস ফ্র্যাঞ্জাইজি। পৃথক দুই বিবৃতিতে তারা জানিয়েছে, হেড কোচ ও বোলিং কোচের নাম।
কিংবদন্তি ল্যান্স ক্লুজনার নিয়োগ পেলেন হেড কোচ হিসাবে। আর বোলিং কোচের দায়িত্ব দেওয়া হল প্রাক্তন প্রোটিয়া পেসার মরনে মরকেলকে।
Good 𝐌𝐨𝐫𝐧𝐞ing, #SuperFam! 🤩
Join us in welcoming #DSG's new bowling coach @mornemorkel65, by dropping a 🔥 below!#MorneMorkel | #SA20 | #DurbansSuperGiants pic.twitter.com/NR4hXGkBMR
— Durban's Super Giants (@DurbansSG) September 19, 2022
দেশের জার্সিতে ৮৬ টেস্ট, ১১৭ ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি খেলা পেসার মরকেল বিশ্বকাপে নামিবিয়া জাতীয় দলের বোলিং পরামর্শকের ভূমিকায় থাকবেন। এরপর সামলাবেন ডারবান সুপার জায়ান্টস দলের বোলিং ইউনিটকে।
প্রোটিয়াদের হয়ে ৪৯ টেস্ট ও ১৭১ ওয়ানডে খেলা ল্যান্স ক্লুজনার দীর্ঘদিন ধরেই কোচিংয়ের সঙ্গে যুক্ত। দক্ষিণ আফ্রিকা যুব দল, বোর্ডের হাই পারফরম্যান্স টিম, ঘরোয়া ক্রিকেটেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
𝐇𝐢𝐭 '𝐞𝐦 𝐨𝐮𝐭𝐭𝐚 𝐩𝐚𝐫𝐤. 𝐔𝐩𝐫𝐨𝐨𝐭𝐞𝐝 𝐒𝐭𝐮𝐦𝐩𝐬. 𝐓𝐨𝐨𝐤 𝐒𝐭𝐮𝐧𝐧𝐞𝐫𝐬! 🤩
And now, Zulu is here to coach the #SuperGiants 💚
Welcome home, @LanceKlusener69 🤠#LanceKlusener | #SA20 | #DurbansSuperGiants pic.twitter.com/32lpYagNDJ
— Durban's Super Giants (@DurbansSG) September 18, 2022
জিম্বাবুয়ের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন কয়েক মেয়াদে। আফগানিস্তান জাতীয় দলের কোচিংও করিয়েছেন ল্যান্স। কাজ করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও।