

সিপিএলের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স শিবিরে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সেরা একাদশে থাকবেন পরের ম্যাচেই। ক্যারিবীয় অঞ্চল ছেড়েছেন দলের নিয়মিত মুখ তাব্রাইজ শামসি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিবদের পরের ম্যাচ ২২ সেপ্টেম্বর; প্রতিপক্ষ জ্যামাইকা তালওয়াস। এই ম্যাচ দিয়েই এবারের আসর শুরু করবেন বাংলাদেশ অধিনায়ক।
Breaking news. @Sah75official has joined the Guyana Amazon Warriors for the remainder of this years tournament. #CPL22 #CricketPlayedLouder #BiggestPartyInSport #ShakibAlHasan pic.twitter.com/YAKU6tpc7o
— CPL T20 (@CPL) September 18, 2022
গায়ানা হয়ে সিপিএল মাতানো তাব্রাইজ শামসি দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে দল ছেড়েছেন। আর তাতেই নিশ্চিত হল সাকিবের খেলা। সাকিবের সঙ্গে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজও যোগ দিলেন গায়ানার স্কোয়াডে।
সাকিব স্কোয়াডে ফিরলেও পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে নেই তার দল। এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচের চারটিতেই হেরেছে সাকিবের দল গায়ানা অ্যামাজন। দলের খারাপ সময়ে এসে হাল ধরতে প্রস্তুত টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অলরাউন্ডার।
তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পঞ্চম-সর্বোচ্চ উইকেট শিকারী (৪১৯)। ২০১৩ সালে ৬ রান খরচায় ৬ উইকেট পেয়ে সিপিএল ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ডও সাকিবের দখলেই।
সিপিএল খেলেই সাকিব নিতে চান অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। এই সময়ে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড আরব-আমিরাতে ক্যাম্প করলেও থাকতে পারছেন না অধিনায়ক সাকিব। সিপিএল শেষে সাকিব সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন নিউজিল্যান্ডে, ত্রি-দেশীয় সিরিজের আগে।