ফিঞ্চের ফাঁকা চেয়ারে কামিন্সকে দেখতে চান রিকি পন্টিং

প্যাট কামিন্স
Vinkmag ad

দুইবারের বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং আইসিসি রিভিউ-এর সর্বশেষ পর্বে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার পরবর্তী ওডিআই অধিনায়ক হিসাবে প্যাট কামিন্সকে তিনি দেখতে চান।

ভারতে ২০২৩ সালের আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে এক বছরেরও কম সময় বাকি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক হোম সিরিজ চলাকালীন অ্যারন ফিঞ্চে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন।

ফিঞ্চের কাছ থেকে কে অধিনায়কত্বের দায়িত্ব নেবে তা ঠিক করতে অস্ট্রেলিয়াকে দ্রুত এগিয়ে যেতে হবে এবং পন্টিং আত্মবিশ্বাসী প্যাট কামিন্সকে নিয়ে। কামিন্সের নেতৃত্বেই উপমহাদেশে ওয়ানডে বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া।

পন্টিং আইসিসি রিভিউতে হোস্ট সঞ্জনা গণেশনকে বলেছেন,

‘সত্যি কথা বলতে, আমি মনে করি প্যাট কামিন্স হবে।’

‘আমি জানি সে সুস্পষ্ট কিছু কারণে সব ওয়ানডে ম্যাচ খেলে না, কারণ টেস্ট ক্রিকেটে তার কাজের চাপ। কিন্তু দেখুন, প্যাট কামিন্স না হলে আমি অবাক হব।’

ডানহাতি ব্যাটার অ্যারন ফিঞ্চের ছেড়ে যাওয়া আসনটি এখন ফাঁকাই থাকছে। তা এক্ষুণি পূরণ করতে কোনও তাড়াহুড়ো করতে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

৯৭ ডেস্ক

Read Previous

ম্যাচ সেরা হয়ে শুরু, নিগার তাকিয়ে সামনের দিকে

Read Next

অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের বন্ধু হচ্ছে নিউজিল্যান্ড

Total
19
Share