

আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪ রানের জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৫৩ বলে খেলেছেন ৬৭ রানের ইনিংস। ম্যাচ সেরার পুরষ্কার জিতে দলে অবদান রাখার আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশ ৪ উইকেটে পায় ১৪৩ রানের পুঁজি। জ্যোতির ৬৭ এর সাথে অবদান ৪০ বলে ৪৮ রান করা শামীমা সুলতানার। শেষদিক টাইগ্রেসরা রান তুলেছে ঝড়ো গতিতে, সামনে থেকে নেতৃত্ব দেন জ্যোতিই। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ফিফটি।
লক্ষ্য তাড়ায় নেমে সালমা খাতুনের ৩ উইকেটের সাথে নাহিদা আক্তার ও সানজিদা আক্তারের ২ টি করে উইকেট শিকারে ১২৯ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় কথা বলেন টাইগ্রেস দলপতি জ্যোতি।
তিনি জানান, ‘যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই অনেক গুরুত্বপূর্ণ। খেলোয়াড় হিসেবে দলে অবদান রাখতে পেরেছি, এজন্য আমি অনেক বেশি আনন্দিত। সবসময়ই চেষ্টা করি, দলে নিজের ভূমিকা যেন ঠিকঠাক পালন করতে পারি। আমার কাছে মনে হয় কিছুটা আজকে করতে পেরেছি। আশা করি, পরের ম্যাচগুলোতেও নিজের দায়িত্ব পালন করব।’
বিশ্বকাপের টিকিট পেতে বাছাই পর্বে বাংলাদেশ আয়ারল্যান্ড ছাড়াও খেলবে স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আজ (১৯ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী দল মুখোমুখি হবে স্কটল্যান্ডের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরের ম্যাচ ২১ সেপ্টেম্বর।