জ্যোতি-সালমার আলো ছড়ানো দিনে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ

featured photo updated v 1
Vinkmag ad

ব্যাট হাতে শামীমা সুলতানার সাথে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির জ্বলে ওঠা। শামীমা মিস করলেও জ্যোতি ঠিকই তুলে নেন ফিফটি। আর তাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানের ভালো পুঁজি পায় বাংলাদেশ নারী দল। পরে বল হাতে সালমা খাতুন, সানজিদা আক্তার, নাহিদা আক্তারদের ঝলকে ১৪ রানের জয় টাইগ্রেসদের।

গতকাল (১৮ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আয়ারল্যান্ড-বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলপতি জ্যোতি।

৪০ বলে ৪৮ রান আসে শামীমা সুলতানার ব্যাটে, জ্যোতি খেলেন ৫৩ বলে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস। জবাবে ১২৯ রানে গুটিয়ে যায় আইরিশ নারীরা। সালমা খাতুন ১৯ রানে নেন ৩ উইকেট।

আগে ব্যাট করা বাংলাদেশ মুর্শিদা খাতুন ও শামীমা সুলতানার উদ্বোধনী জুটিতে পায় ২৮ রান। ৩ চারে ১৬ রান করে মুর্শিদা ফিরলে ভাঙে জুটি।

সেখান থেকে দ্বিতীয় উইকেট জুটিতে জ্যোতি-শামীমার ৬২ রান। লাউরা ডেনলির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে শামীমা (৪৮) ফেরেন ফিফটির আক্ষেপ নিয়ে। তবে ইনিংসের শেষ পর্যন্ত টিকে ৫৩ বলে ১০ চার ১ ছক্কায় ৬৭ রান করেন জ্যোতি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার দ্বিতীয় ফিফটি ছাড়ানো ইনিংসের দিনে বাংলাদেশ পেলো ৪ উইকেটে ১৪৩ রানের পুঁজি।

রান তাড়ায় নেমে শুরু থেকেই বিপাকে আইরিশরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই গাবি লুইসকে (০) সাঝঘরের পথ দেখান সানজিদা আক্তার মেঘলা। পরের ওভারে সালমার শিকার ওরলা প্রেনডারগেস্ট (২)।

এরপর ওপেনার এমি হান্টার ও অধিনায়ক ডেনলি ৪৫ রানের জুটি গড়েন। তবে ততক্ষণে প্রয়োজনীয় রানের চাপ বেড়ে গেছে বেশ। ৩২ বলে ৩৩ রান করা হান্টারকে ফেরানো যায় রা আউটে। ৩০ বলে ২৮ রান করা ডেনলিকেও বেশিক্ষণ টিকতে দেননি সালমা।

আইরিশদের বাকি ইনিংসে এক প্রান্ত আগলে রেখেছেন কেবল এইমেয়ার রিচার্ডসন। অন্য প্রান্তের আসা যাওয়ার মিছিলে বৃথা যায় তার ২৬ বলে ৪ চার ১ ছক্কায় সাজানো ৪০ রানের ইনিংসটি।

আয়ারল্যান্ডকে ১২৯ রানে গুটিয়ে দেওয়ার পথে ৪ ওভারে ১৯ রান খরচায় সালমার শিকার ৩ উইকেট। দুইটি করে উইকেট ভাগাভাগি করেন সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার।

৯৭ প্রতিবেদক

Read Previous

আবুলের শেষের কান্ডে বাংলাদেশ লেজেন্ডসের জয় হাতছাড়া

Read Next

মালিক ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন হাফিজ

Total
1
Share