

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার চেয়ে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ দল। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লেজেন্ডস দল তো ধারে-ভারে অস্ট্রেলিয়া লেজেন্ডসের ধারেকাছেই নেই। তবুও অনিশ্চয়তার খেলা ক্রিকেটে যেকোন দিন যেকোন দল জিততে পারে- এই কথাই প্রায় সত্য হয়ে উঠছিল ইনদোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে।
শেন ওয়াটসন, ক্যামেরুন হোয়াইট, ব্র্যাড হজ, ব্র্যাড হ্যাডিন, ব্রেট লি, ডার্ক ন্যানেসদের নিয়ে গড়া অজি লেজেন্ডস দলকে প্রায় হারিয়েই দিচ্ছিল মোহাম্মদ শরিফের নেতৃত্বাধীন বাংলাদেশ লেজেন্ডস। তবে আবুল হাসান রাজুর খরুচে শেষ ওভারে তা সম্ভব হয়নি।
View this post on Instagram
টসে হেরে এদিন আগে ব্যাট করে বাংলাদেশ লেজেন্ডস। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি ওপেনার নাজিমউদ্দিন, তাকে ডাকের স্বাদ দেন ব্রেট লি। তিনে নাম্মে আফতাব আহমেদও সুবিধা করে উঠতে পারেননি। রান আউটে কাটা পড়ার আগে করেন ৬ রান।
ডার্ক ন্যানেসের একমাত্র শিকার হবার আগে মেহরাব হোসেন অপির রান ৭।
তিনে নামা অলক কাপালি ও চারে নামা নাজমুস সাদাত দুই অঙ্ক স্পর্শ করেন। দুজনেই ২০ রান করে করেন।
সাতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করে অপরাজিত থাকেন ইলিয়াস সানি। দলকে ১৫০ পার করতে শেষদিকে মোহাম্মদ শরিফের ১০ বলে ১৪ ও ডলার নাহমুদের ৯ বলে ১৭ রানের ক্যামিও বড় অবদান রাখে।
যদিও অজি লেজেন্ডসরা অতিরিক্ত সূত্রেই দেন ৩৯ রান!
সমান ১ টি করে উইকেট নেন ব্রেট লি, ডার্ক ন্যানেস, জন হ্যাস্টিংস, শেন ওয়াটসন, ব্রাইস ম্যাকগেইন, জর্জ হরলিন স্মিথ ও নাথান রিয়ার্ডন।
জবাব দিতে নেমে শুরুতেই ক্যামেরুন হোয়াইটের (১) উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩ বলে ১ রান করে আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হন তিনি।
তবে ২য় উইকেট জুটিতে ৭০ রান যোগ করেন অধিনায়ক শেন ওয়াটসন ও ক্যালাম ফার্গুসন।
২১ বলে ৬ চার ও ১ ছয়ে ৩৫ রান করা শেন ওয়াটসনকে বোল্ড করেন ইলিয়াস সানি। এরপর একে কে ফেরান ক্যালাম ফার্গুসন, নাথান রিয়ার্ডন ও ব্র্যাড হজকে।
১ উইকেটে ৭৩ থেকে দেখতে দেখতে ৫ উইকেটে ৯০! ইলিয়াস সানির দারুণ স্পেলে ম্যাচে ফেরে বাংলাদেশ লেজেন্ডস। ৪ ওভারে ৪ উইকেট নেবার পথে মাত্র ৮ রান খরচ করেন তিনি।
View this post on Instagram
জয়ের পথেই ছিল বাংলাদেশ, বাঁধা ছিলেন ব্র্যাড হাডিন। ১২২ রানে ৭ উইকেট পড়লেও অবিচল ছিলেন তিনি। শেষ ওভারে দরকার ছিল ২১ রান। ১ ছক্কা, ৩ চার ও ১ নো বলে (সাথে দুই রান) আবুল হাসান রাজু ঐ ২১ রানই হজম করেন। ৩৭ বলে ৫৮ রান করে অপরাজিত থেকে অস্ট্রেলিয়া লেজেন্ডস দলকে জেতান হাডিন।