

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি কোয়ালিফায়ারে আজ আয়ারল্যান্ড নারী দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। ওপেনার শামীমা সুলতানার প্রায় ফিফটি ও ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে বড় সংগ্রহ স্কোরবোর্ডে জমা করেছে বাঘিনীরা।
টসে জিতে এদিন আগে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী দল। মুর্শিদা খাতুন ও শামীমা সুলতানার উদ্বোধনী জুটি স্থায়ী হয় ৪.২ ওভার। ১৬ বলে ৩ চারে ১৬ রান করে রিচার্ডসনের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন মুর্শিদা।
দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৬২ রান। ফিফটির খুব কাছে যেয়ে আউট হন শামীমা। ৪০ বলে ৭ চারে তার রান ৪৮। ডেলানির বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি।
তিনে নামে ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি অবশ্য ফিফটি মিসের আক্ষেপে পোড়েননি। ৫৩ বল খেলে ১০ চার ও ১ ছয়ে ৬৭ রান করা নিগার আউট হন ইনিংসের শেষ বলে।
View this post on Instagram
সোবহানা মোস্তারি ৭ বলে ৪ রান করে আউট হন। ৫ বলে ৩ রান করে অপরাজিত থাকেন রিতু মনি।
২০ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করে থামে বাঘিনীদের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ নারী দল ১৪৩/৪ (২০), শামীমা ৪৮, মুর্শিদা ১৬, নিগার ৬৭, সোবহানা ৪, রিতু ৩*; রিচার্ডসন ৪-০-২০-১, পল ২-০-২০-১, কেলি ৪-০-৩০-১, ডেলানি ৪-০-২৫-১।