সাকিবের বাবার নামে ভুল, বিসিবি বলছে সম্পূর্ণ বাইরের ব্যাপার

বোকার স্বর্গে বাস করতে বারণ করলেন সাকিব
Vinkmag ad

বিতর্ককে সঙ্গী করে পথ চলা যেন সাকিব আল হাসানের নিত্য নৈমত্তিক ব্যাপার। ২২ গজের বাইরে ব্যবসা-বানিজ্যে দারুণ সক্রিয় টাইগার অলরাউন্ডার। তবে সেখানেও বিতর্ক তার পিছু ছাড়ে না। দিন কয়েক আগে তার ব্যবসায়ীক অংশীদারকে শেয়ার বাজার কারসাজির জন্য সাজা দেওয়া হয়। এবার একই ক্ষেত্রে খোদ সাকিবের বাবার নামই ভুয়া হিসেবে অভিযোগ উঠেছে। পুরো বিষয়টিকে বাইরের জিনিস বলে কথা বলতে চায় না বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে উঠে এসেছে সাকিবের পরিচালিত মোনার্ক হোল্ডিংস লিমিটেডের লাইসেন্স নেওয়ার সময় বাবার নাম ভুল দেওয়া হয়েছে। যেখানে বিশ্ব সেরা অলরাউন্ডারের বাবার নামের জায়গায় লেখা হয়েছে কাজী আব্দুল লতিফ। অথচ প্রকৃত নাম হওয়ার কথা খন্দকার মাশরুর রেজা।

এমন কিছুতে আসলে উদ্দেশ্য কি হতে পারে এ নিয়ে চলছে কাটাছেঁড়া। যদিও এসব কাজে বর্তমানে জাতীয় পরিচয় পত্র ব্যবহার করা হয় বলে ভুল হওয়ার সম্ভাবনা কম বলছে সংশ্লিষ্টরা।

এদিকে আজ (১৮ সেপ্টেম্বর) মিরপুরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

জবাবে তিনি বলেন, ‘সম্পূর্ণ একটা বাইরের ব্যাপার। যাকে (সাকিব) নিয়ে আপনারা বলছেন তিনি নিজেও এখন দেশের বাইরে আছেন আমি যতটুকু জানি। এ বিষয়গুলো তো আমাদের কাছে সেভাবে আসে না। আপনারা যেভাবে শুনেছেন আমরাও সেভাবে শুনেছি। এই বিষয় নিয়ে তাই এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না।’

আগেই সিপিএল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) খেলার অনাপত্তিপত্র দেওয়ায় হুট করে চলতি মাসে চূড়ান্ত হওয়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সাকিবকে পাওয়া যাচ্ছে না এক প্রকার নিশ্চিতই।

এ নিয়ে বিসিবি প্রধান নির্বাহী পুরোনো সুরেই কথা বললেন, ‘না কোনো আপডেট নেই (সাকিবের থাকা না থাকা)। আগেও বলেছি তাকে আমরা এনওসি দিয়েছি অনেক আগেই, বাইরের একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য। যেহেতু এটা আমাদের হুট করে নেওয়া সিদ্ধান্ত যে একটা ট্যুর করবো সে ক্ষেত্রে তাকে সিরিজে রাখা হবে কীনা সেটা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

অপারগ আফগানরা, স্থগিত মিঠুন-মুমিনুলদের সিরিজ

Read Next

‘তবুও মুস্তাফিজ-তাসকিনকেই নেতৃত্ব দিতে হবে বিশ্বকাপে’

Total
12
Share