

আফগানিস্তানের বিপক্ষে চার দিনের দুইটি ম্যাচ খেলতে অক্টোবরের ১ তারিখ দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে সেটি আপাতত স্থগিত হয়েছে, মূলত আয়োজক আফগানিস্তান অপারগতা জানানোয় এমনটা হয়েছে।
সিরিজটি একদম বাতিল বলতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থার প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন সিরিজটি নতুন সূচিতে আয়োজন হবে।
শোনা যাচ্ছে আর্থিক সংকটের কারণে বাংলাদেশ ‘এ’ দলকে আতিথেয়তা দিতে পারছে না আফগানিস্তান। কিন্তু বিসিবি প্রধান নির্বাহী সরাসরি এমন কিছু বলতে নারাজ।
তিনি বলেন, ‘কি কারণে তারা আয়োজন করতে পারছে না সেটা আসলে আমার বলার এখতিয়ার নাই। তবে সিরিজটি নতুন সূচিতে আয়োজনের চেষ্টা চলছে।’
নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ‘এ’ দলের সফরটি দারুণ কার্যকর হত বলে মনে করেন সংশ্লিষ্টরা। যদিও আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজটি স্থগিত হলেও একই সময়ে অন্য কোনো দলের বিপক্ষে খেলা যায় কীনা সেটার চেষ্টায় আছে বিসিবি।
উল্লেখ্য, ‘এ’ দলের হয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটিতে মুমিনুল হক, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুনদের খেলার কথা ছিল। সেটি সামনে রেখে মিরপুরে অনুশীলনও শুরু করেছিলেন তারা।