বিরল ভুলে ৫ রান পেনাল্টি, ঘটনা দ্রুত ভুলতে চাইবেন রবিনসন-ফিঞ্চ

বিরল ভুলে ৫ রান পেনাল্টি, ঘটনা দ্রুত ভুলতে চাইবেন রবিনসন-ফিঞ্চ
Vinkmag ad

রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের ম্যাচে ঘটে গেছে এক বিরল ঘটনা। কেন্টের হ্যারি ফিঞ্চের নিয়মবিরূদ্ধ ফিল্ডিংয়ের কারণে ল্যাঙ্কাশায়ারের স্কোরবোর্ডে পেনাল্টি ৫ রান দেওয়া হয়। এমন ঘটনা নিশ্চয় দ্রুত ভুলে যেতে চাইবেন ওলি রবিনসন, হ্যারি ফিঞ্চ।

ঘটনা, ল্যাঙ্কাশায়ারের ইনিংসের ২১তম ওভারের তৃতীয় বলে। ড্যারেন স্টিভেনসের বিরুদ্ধে ব্যাট করছেন স্টিভেন ক্রফট। দৌড়ে এক রান নেওয়ার সময় কেন্টের উইকেটকিপার ওলি রবিনসন তার দুই হাতের গ্লাভস খুলে মাঠে রেখে ফিল্ডিং করতে পিছনে দৌড়ান। অন্য পাশ থেকে হ্যারি ফিঞ্চ ছুটে আসেন স্টাম্পের পেছনে কিপারের জায়গায়, রবিনসনের থ্রো করা বল সংগ্রহ করতে। তখন মাঠে পড়ে থাকা একটি গ্লাভস হাতে পরে ফেলেন ফিঞ্চ, রবিনসনের থ্রো থেকে বল হাতে জমান তিনি গ্লাভস পরা ওই হাতেই।

অনফিল্ড আম্পায়াররা এটিকে আইনবিরূদ্ধ ফিল্ডিং হিসাবে গণ্য করেন এবং ফলস্বরূপ, ল্যাঙ্কাশায়ারের মোট সংগ্রহে পাঁচটি অতিরিক্ত রান যোগ হয়।

ক্রিকেটীয় আইনের ২৮.১ ধারায় (প্রতিরক্ষামূলক সরঞ্জাম) বলা আছে, উইকেটরক্ষক ব্যতীত অন্য কোন ফিল্ডারকে গ্লাভস বা লেগ গার্ড পরার অনুমতি দেওয়া হবে না। হাত বা আঙ্গুলের সুরক্ষার জন্য শুধুমাত্র আম্পায়ারদের সম্মতি সাপেক্ষে পরা যেতে পারে।

এটি সেই বিরল পরিস্থিতিগুলির মধ্যে একটি যা আমরা সবসময় ক্রিকেটে দেখি না এবং অবশ্যই এই ঘটনা শীঘ্রই ভুলে যেতে চাইবেন ফিঞ্চ। অতিরিক্ত রান পেয়েও ম্যাচটি জিততে পারেনি ল্যাঙ্কাশায়ার। ৩০৬ রান সংগ্রহ করা কেন্ট পেয়েছে ২১ রানের জয়।

চলতি বছরের জুনেই পাকিস্তান অধিনায়ক বাবর আজম এমন এক ঘটনার সম্মুখীন হন। মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাবরের নিয়মবিরূদ্ধ ফিল্ডিংয়ের কারণে পেনাল্টি হয় পাকিস্তানের।

৯৭ ডেস্ক

Read Previous

চমক রেখে আরব-আমিরাতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

Read Next

অস্ট্রেলিয়া সিরিজ শেষ মোহাম্মদ শামির

Total
3
Share