চমক রেখে আরব-আমিরাতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

চমক রেখে আরব-আমিরাতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
Vinkmag ad

সংযুক্ত আরব-আমিরাত আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। বিশ্বকাপ দলে জায়গা পাননি অভিজ্ঞ রোহান মোস্তফা। চমক হিসাবে ডাক পেলেন ১৬ বছর বয়সী অলরাউন্ডার আয়ান খান।

সিপি রিজওয়ানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযানে যাবে সংযুক্ত আরব-আমিরাত। তার ডেপুটি হিসাবে থাকবেন বাছাইপর্বের সর্বোচ্চ রান সংগ্রাহক বৃত্ত অরবিন্দ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো ১৬ বছর বয়সী অলরাউন্ডার আয়ান খান প্রথমবারের মতো আরব-আমিরাত জাতীয় দলে।

বাদ পড়েছেন দেশের জার্সিতে সর্বোচ্চ সংখ্যক ৫৪ ওয়ানডে ও ৫৫টি টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার রোহান মোস্তফা। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরের বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করেছিলেন রোহান।

বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা না পেলেও রিজার্ভ হিসাবে আছেন সুলতান আহমেদ, ফাহাদ নওয়াজ, বিষ্ণু সুকুমারন, আদিত্য শেঠি এবং সঞ্চিত শর্মা।

২৫ ও ২৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে তাদের মাটিতে দুটি টি-টোয়েন্টি ম্যাচের একটি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় দল।

বিশ্বকাপের প্রথম পর্বে ‘এ’ গ্রুপে আছে সংযুক্ত আরব-আমিরাত। আগামী ১৬ অক্টোবর টুর্নামেন্ট শুরুর দিনই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর খেলবে গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নামিবিয়ার বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:

সিপি রিজওয়ান (অধিনায়ক), বৃত্ত অরবিন্দ (সহ-অধিনায়ক), চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কাশিফ দাউদ, কার্তিক মেইয়াপ্পান, আহমেদ রাজা, জহুর খান, জুনায়েদ সিদ্দিক, সাবির আলি, আলিশান শরাফু ও আয়ান খান।

রিজার্ভ: সুলতান আহমেদ, ফাহাদ নওয়াজ, বিষ্ণু সুকুমারন, আদিত্য শেঠি, সঞ্চিত শর্মা।

৯৭ ডেস্ক

Read Previous

সুযোগ সুবিধা বাড়ছে তৃতীয় বিভাগ ক্রিকেটেও

Read Next

বিরল ভুলে ৫ রান পেনাল্টি, ঘটনা দ্রুত ভুলতে চাইবেন রবিনসন-ফিঞ্চ

Total
2
Share