

সাম্প্রতিক বছরগুলোতে ঢাকার ক্রিকেটে আর্থিক পুরষ্কার বাড়ানোর কাজটি ক্রমাগত করে আসছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আসন্ন মৌসুম শুরু হচ্ছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ দিয়ে। আজ (১৭ সেপ্টেম্বর) ক্লাবগুলোর সাথে বৈঠকে কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করে সিসিডিএম।
শুধু আর্থিক নয় ক্রিকেট কাঠামোতেও আসছে খানিক পরিবর্তন। এই যেমন এবারই প্রথম ৫০ ওভারের একদিনের ম্যাচের সাথে সাদা পোশাকের লঙ্গার ভার্সন ক্রিকেট যুক্ত হচ্ছে তৃতীয় বিভাগ ক্রিকেটে।
আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে ২০ দলের এই টুর্নামেন্ট। ২৪ ও ২৫ সেপ্টেম্বর দলবদলের শেষ দিন। প্রত্যেকটি ম্যাচেই থাকছে ম্যাচ সেরার পুরস্কার।
এ বিষয়ে সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেন, ‘প্রথমবার আমরা রঙিন পোশাক ও সাদা বলে টুর্নামেন্টটি করতে যাচ্ছি। প্রত্যেক ম্যাচে সেরা খেলোয়াড়কে মাঠে ক্রেষ্ট প্রদান করা হবে।’
টুর্নামেন্ট শেষে ৩ বিভাগের সেরা তিন খেলোয়াড়কে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। সেরা বোলার, সেরা ব্যাটার এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন এই আর্থিক পুরষ্কার।
প্রত্যেক দলকে ৭৫ হাজার টাকা করে ২০ দলকে মোট ১৫ লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়াও প্রত্যেক ভেন্যুতে ভ্রমণ খরচ বাবদ ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আগে যা ছিল ৮৪৪০ টাকা। ৩৫-৪০ দিনের টুর্নামেন্টটি ঢাকার পাঁচটি ভেন্যুতে হবে।
উল্লেখ্য, গত মৌসুমে প্রথম থেকে তৃতীয় বিভাগের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে প্রত্যেক বিভাগের সেরা তিন ব্যাটার, বোলার ও উইকেট রক্ষককে পুরষ্কৃত করেছিল সিসিডিএম। তাদের এমন উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছে।