

রোড সেফটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি সিরিজে আরও একটি হার জুটলো বাংলাদেশ লেজেন্ডসের। ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের পর আজ (১৭ সেপ্টেম্বর) নিউজিল্যান্ড লেজেন্ডসের বিপক্ষেও হেরেছে ৮ উইকেটে। বৃথা গেলো অলক কপালি ও ধীমান ঘোষের ৮৩ রানের অবিচ্ছেদ্য জুটি।
বৃষ্টির কারণে ১১ ওভারে নেমে আসা ম্যাচে ৩ উইকেটে বাংলাদেশ তোলে ৯৮ রান। ধীমান ঘোষের ব্যাটে সর্বোচ্চ অপরাজিত ৪১ রান। অপরাজিত ৩৭ রান করেন কপালি। যা ৯.৩ ওভারে ৮ উইকেট হাতে রেখেই তাড়া করে নিউজিল্যান্ড লেজেন্ডস।
ইন্দোরের হোল্কার স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড অধিনায়ক রস টেইলর।
আগে ব্যাট করতে নেমে পেসার কাইল মিলস ও হামিশ বেনেটের তোপে ২.৩ ওভারে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ লেজেন্ডস।
ওপেনার নাজিমউদ্দিন ফেরেন খালি হাতে, ১ রানের বেশি করতে পারেননি আরেক ওপেনার মেহরাব হোসেন অপি। ভালো কিছুর আভাস দিয়েও ৯ বলে ১৩ রান করে থামেন আফতাব আহমেদ।
এরপর অবশ্য আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ লেজেন্ডস। ৫১ বলের অবিচ্ছেদ্য জুটিতে ধীমান ও কপালি যোগ করেন ৮৩ রান। ২১ বলে ৩ চার ২ ছক্কায় ৩৭ রানে অপরাজিত ছিলেন কপালি। ৩২ বলে ৩ চার ১ ছক্কায় ধীমানের ব্যাটে অপরাজিত ৪১।
জবাবে দলীয় ১৪ রানে অ্যান্টন ডেভিচকে (২) ও ৫৫ রানে জ্যামি হাউকে (১৭ বলে ২৬) হারালেও বাকি পথ অনায়েসেই পাড়ি দেয় নিউজিল্যান্ড লেজেন্ডস। ৪৪ রানের অবিচ্ছেদ্য জুটির পথে ডিন ব্রাউনলিন ১৯ বলে ৩ চার ১ ছক্কায় ৩১ ও রস টেইলর ১৭ বলে ৩ ছক্কায় ৩০ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশ লেজেন্ডসের পক্ষে উইকেট দুইটি ভাগাভাগি করেন অলক কপালি ও আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ তাদের পরের ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া লেজেন্ডসের। আগামীকাল (১৮ সেপ্টেম্বর) একই মাঠে বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে ম্যাচটি।