

শেন বন্ড মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের বর্তমান ভূমিকা ছাড়াও এমআই এমিরেটস দলের হেড কোচের দায়িত্ব পেলেন। পার্থিব প্যাটেল, বিনয় কুমার এবং জেমস ফ্র্যাঙ্কলিনও এমিরেটসের কোচিং প্যানেলে অংশ।
এমআই এমিরেটস, আইএলটি২০’তে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দল। শেন বন্ড ২০১৫ সাল থেকে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসাবে দায়িত্বে আছেন। এবার তার কাঁধে ওঠল বাড়তি দায়িত্ব।
MI Emirates announce their ⭐ studded coaching unit ????????
Read to know the details ???? https://t.co/B8mf5K09qH#OneFamily #MIemirates @MIEmirates @ShaneBond27 pic.twitter.com/8Uoi5P0evv
— Mumbai Indians (@mipaltan) September 17, 2022
প্রাক্তন ভারতীয় পার্থিব প্যাটেলকে দেওয়া হল ব্যাটিং কোচের দায়িত্ব এবং বিনয় কুমারের বোলিং কোচ হিসেবে অভিষেক হচ্ছে। জেমস ফ্র্যাঙ্কলিন ফিল্ডিং কোচ হিসাবে নিয়োগ পেলেন। এছাড়া ক্রিকেটের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন রবিন সিং।
ইউএই ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী ইভেন্টে অংশগ্রহণের জন্য বিদেশী তারকা খেলোয়াড়দের একটি লাইন আপ ঘোষণা করেছে এমআই এমিরেটস; কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান এবং আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ); ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড); ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা); নাজিবুল্লাহ জাদরান, জহির খান এবং ফজল হক ফারুকী (আফগানিস্তান); সামিত প্যাটেল, উইল স্মিড এবং জর্ডান থম্পসন (ইংল্যান্ড); ব্র্যাড হুইল (স্কটল্যান্ড); এবং বাস ডি লিড (নেদারল্যান্ডস)।
আগামী বছরের ৬ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ইউএই ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০)। ৬ দলের আইএলটি-২০ তে মোট ৩৪ ম্যাচ।