

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমনেশিয়ামে জিম করার সময় পায়ে চোট মুশফিকুর রহিমের। কাটা যাওয়া পায়ে ৫-৬ টি সেলাই লেগেছে। থাকতে হচ্ছে অন্তত দুই সপ্তাহের বিশ্রামে।
তবে কোনো ধরণের চিড় না থাকায় এই চোটকে খুব বেশি গুরুতর বলছে না বিসিবির মেডিকেল বিভাগ। ৭-১০ দিনের মাথায়ই সেলাই কাটা যাবে বলে জানানো হয়।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ‘ক্রিকেট৯৭’ কে বলেন, ‘মুশফিকের চোটটা তেমন খারাপ কিছু না। কোনো প্রকার ফ্র্যাকচার (চিড়) ধরা পড়েনি। ৫-৬ টা সেলাই লেগেছে কিন্তু এটা দ্রুতই ঠিক হয়ে যাবে। ফ্র্যাকচার না থাকায় সেলাইও কাটা যাবে ১০ দিনের মধ্যে।’
দিন কয়েক আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটারের ব্যাটে এই ফরম্যাটে রান নেই দীর্ঘ দিন ধরে।
এশিয়া কাপের পর যে কারণে বেশ সমালোচিতও হয়েছেন। আর সে সমালোচনা বন্ধ করলেন নিজেই। আনুষ্ঠানিকভাবে নিজের ফেসবুক ও টুইটার একাউন্ট থেকে পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দেন।
অবসর নেওয়ার পর গতকাল (১৬ সেপ্টেম্বর) প্রথমবার মিরপুরে অনুশীলন করেন। আজ দ্বিতীয় দিন মাঠে এসে পড়লেন চোটেই।