

আবুধাবি টি-টেন লিগের ৬ষ্ঠ আসরের ড্রাফটে রয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। তবে তামিমের নাম ড্রাফটে এবারই প্রথম নয় আগেও মাতিয়েছেন টুর্নামেন্ট।
তামিম ছাড়াও প্লেয়ার্স ড্রাফটে নাম আছে বেশ কিছু পাওয়ার হিটারের, জেসন রয়, ডেভিড মালান, নাজিবউল্লাহ জাদরান, রেজা হেন্ড্রিক্স এবং জেমস ভিন্সের।
Who's ready for some seriously hard hitting? 💥
Jason Roy, Dawid Malan, Najibullah Zadran, Reeza Hendricks, Tamim Iqbal and James Vince are locked in and available in the #AbuDhabiT10 Season 6 Draft! 🔒#InAbuDhabi #CricketsFastestFormat pic.twitter.com/4GWbFT2bch
— T10 League (@T10League) September 16, 2022
তামিম এর আগে একবারই টি-টেন লিগে খেলেছেন, ২০১৭ সালে। পাখতুনসের হয়ে সেই মৌসুমে ৩ ম্যাচে মোট ৮১ রান করেন।
টি-টেনের পরবর্তী আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর।
এর আগে টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের সঙ্গে আইকন ক্রিকেটার হিসেবে চুক্তি করেছেন সাকিব আল হাসান।
আগামী ২৩ নভেম্বর শুরু হবে টি-টেন লিগের এবারের আসর। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।