

আইসিসির নতুন সংযোজন নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যার প্রথম আসরের আয়োজক হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু কোভিড পরিস্থিতিতে এলোমেলো হয়েছে সূচি। নতুন করে ২০২৩ সালের জানুয়ারিতে আসরটি মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকায়। ইতোমধ্যে সূচিও প্রকাশ করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে।
আজ (১৬ সেপ্টেম্বর) আইসিসি তাদের ওয়েবসাইটে আসন্ন এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে। দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ মেয়েদের প্রথম বিশ্বকাপে অংশ নেবে ১৬টি দল। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৪১টি।
১৪ জানুয়ারি উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এরপর ১৬ জানুয়ারি লঙ্কানদের বিপক্ষে লড়বে জুনিয়র টাইগ্রেসরা। দুই দিন পর যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।
চারটি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ তিন দল খেলবে সুপার সিক্স লিগ পর্বে।‘এ’ ও ‘ডি’ গ্রুপের ছয় দল নিয়ে করা হবে সুপার সিক্স গ্রুপ-১। ‘বি’ ও ‘সি’ গ্রুপের ছয় দল নিয়ে হবে সুপার সিক্স গ্রুপ-২।
সুপার সিক্সের দুই গ্রুপ থেকে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। সেমিফাইনালের ম্যাচ দুটি হবে ২৭ জানুয়ারি।
এদিকে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল গঠন নিয়ে খানিক বিপাকে পড়তে হয়েছে বিসিবিকে। কারণ নারীদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটটাই প্রচলিত ছিল না এর আগে। ২০২১ সালে নিজেদের মাঠে প্রথম নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন সামনে রেখে একটা দল মোটামুটিভাবে গঠন করেও ফেলে।
কিন্তু কোভিডের কারণে পিছিয়ে যায় টুর্নামেন্ট। আর এতো দিনে বয়সসীমা পেরিয়ে যায় বেশ কয়েকজন ক্রিকেটারের। ২০২৩ সালের আসর সামনে রেখে তাই নতুন করে দল গড়তে হচ্ছে।
ইতোমধ্যে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল বিকেএসপিতে মালেশিয়ার সাথে পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলছে। আগামী মাসে নারী এশিয়া কাপ সামনে রেখে বাড়তি প্রস্তুতির লক্ষ্যে মালেশিয়া দল আগেভাগেই বাংলাদেশে চলে এসেছে। আর সে সুযোগটাই কাজে লাগিয়েছে বিসিবি।