

শ্রীলঙ্কা ক্রিকেট আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। চোট কাটিয়ে পেসার দুশমান্থ চামিরা ফিরেছেন দলে।
এশিয়া কাপে না থাকলেও বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন দুই অভিজ্ঞ দুশমান্থ চামিরা ও লাহিরু কুমারা। তবে তাদের অংশগ্রহণ টুর্নামেন্টের আগে তাদের ফিটনেসের উপর নির্ভর করবে।
Here's your 🇱🇰 squad for the ICC Men's T20 World Cup! ⬇️#RoaringForGlory #T20WorldCup pic.twitter.com/GU7EIl6zOw
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 16, 2022
এশিয়া কাপের স্কোয়াডে থাকা বেশিরভাগ খেলোয়াড়ই বিশ্বকাপ দলে রয়েছেন। তবে মূল স্কোয়াড এবং রিজার্ভ গ্রুপেও জায়গা হারিয়েছেন মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা এবং অসিথা ফার্নান্দো।
স্ট্যান্ডবাই হিসাবে পাঁচ জনের নাম থাকলেও শুধুমাত্র বান্দারা এবং জয়াবিক্রমা স্কোয়াডের সাথে অস্ট্রেলিয়ায় যাবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চমিকা করুণারত্নে, দুশমান্থ চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা এবং প্রমোদ মাদুশান।
স্ট্যান্ডবাই: আশেন বান্দারা, প্রবীণ জয়াবিক্রমা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো, নুওয়ানিদু ফার্নান্দো।