নারী বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে গেলেন জাহানারা-ফারজানা

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে জাহানারা-সালমারা
Vinkmag ad

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ১৮ সেপ্টেম্বর। কিন্তু তার আগেই দুঃসংবাদ পেতে হল টাইগ্রসদের। দলের অন্যতম সেরা পেসার জাহানারা আলম চোটের কারণে ও ব্যাটার ফারজানা হক পিংকি কোভিড পজিটিভ হয়ে টুর্নামেন্ট মিস করবেন।

অনুশীলনে বোলিং হাতে দুই আঙুলের মাঝখানের চামড়ায় আঘাত পেয়েছেন জাহানারা। যেখানে ৪ টি সেলাই করতে হয়েছে। তিনি দেশে ফিরে আসছেন আজকেই। দলীয় সূত্র জানিয়েছে এমনটাই।

অন্যদিকে পিংকি কোভিড পজিটিভ হলেও আজ আরেক দফা করানো হবে পরীক্ষা। ফল যাই-ই হোক না কেন তার টুর্নামেন্টে অংশ নিতে পারার সম্ভাবনা নেই বললেই চলে। দেশেই ফেরার কথা এই ব্যাটারের।

জাহানারা আলম ও ফারজানা হক পিংকির পরিবর্তে অবশ্য ইতোমধ্যে দুই ক্রিকেটারকে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে।

জাহানারা-পিংকির ছিটকে যাওয়া নিয়ে বিসিবির নারী বিভাগের এক কর্তা বলেন, ‘অনুশীলনের সময় জাহানারা হাতে চোট পেয়েছেন। যে কারণে হাতে সেলাই লেগেছে। যে অবস্থা, আপাতত মনে হচ্ছে বাছাইপর্বে খেলা হবে না তার। ১৫-২০ দিনের বিশ্রামে থাকা লাগবে। আমরা তাকে দেশে ফিরিয়ে আনছি। আর পিংকি করোনা আক্রান্ত হয়েছে। ওকেও দেশে ফিরিয়ে আনা হচ্ছে।’

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ১৮ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাছাই পর্ব। গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৯ টায় নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ নারী দল মুখোমুখি হবে আয়ারল্যান্ড নারীদের। ম্যাচটি অনুষ্ঠিত হবে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

৯৭ প্রতিবেদক

Read Previous

সুপ্রিম কোর্টের রায় সৌরভ-জয়ের পক্ষে

Read Next

এবার ক্রিকেটের সাথে বিজ্ঞান যুক্ত করার চেষ্টায় বিসিবি

Total
1
Share