সুপ্রিম কোর্টের রায় সৌরভ-জয়ের পক্ষে

সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়াল বিসিসিআই
Vinkmag ad

সৌরভ গাঙ্গুলি এবং জয় শাহদের জন্য সুখবর দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, আরও ৩ বছর বোর্ডের প্রশাসনে থাকতে পারবেন সৌরভ ও জয়।

কুলিং অফের নিয়ম এতদিন ছিল, এই রায়ের ফলে তা বেড়ে গেল আরও তিন বছর। এর আগে রাজ্য ও বিসিসিআই ধরলে টানা ৬ বছর কোনও পদে বহাল থাকা যেত। রাজ্য সংস্থার কোনও পদে বহাল থাকলে ওই কর্তার মেয়াদ বোর্ডে হতো তিন বছর। এ বার তা আর থাকছে না। মেয়াদ বেড়ে হয়ে যাচ্ছে দ্বিগুণ। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সংস্থার কোন পদে ৬ বছর টানা বহাল থাকেন, তারপরও তিনি বোর্ডের কোনও প্রশাসনিক পদে আরও ৬ বছর থাকতে পারবেন।

বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, অনেক আগেই বোর্ডে মেয়াদ শেষ হয়েছিল সৌরভ গাঙ্গুলি এবং জয় শাহর। তারা রাজ্য সংস্থা এবং বিসিসিআই মিলে ৬ বছর পূর্ণ করে ফেলেছেন। তাই তিন বছরের কুলিং অফ বাধ্যতামূলক ছিল তাদের। সে কারণেই বোর্ড থেকে নতুন করে কোর্টে আবেদন করা হয়।

বিসিসিআইয়ের প্রস্তাবে বলা হয়, বোর্ডে টানা ৬ বছর পদে থাকতে দেওয়ার জন্য। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, রাজ্য এবং বোর্ড মিলিয়ে একজন সর্বাধিক ৯ বছর পদে থাকতে পারতেন। রাজ্য এবং বোর্ড মিলিয়ে টানা ৬ বছর থাকার অনুমতি ছিল। এরপর তিন বছরের জন্য বাধ্যতামূলক কুলিং অফে যেতে হত। এই সময়ে সংশ্লিষ্ট ব্যক্তি রাজ্য সংস্থার কোনও পদেও থাকতে পারতেন না।

বোর্ডের প্রস্তাব ছিল, রাজ্য এবং বোর্ডে আলাদা করে টানা ৬ বছর থাকার অনুমতি দেওয়ার। বোর্ডের প্রস্তাবে সায় দিয়ে সুপ্রিম কোর্টের নতুন রায় অনুযায়ী রাজ্য এবং বিসিসিআই মিলে টানা ১২ বছর পদে থাকা যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, বোর্ডে গাঙ্গুলির ৬ বছরের মেয়াদ শেষ হলেও, তিনি বাংলা ক্রিকেট সংস্থায় আরও ৬ বছর পদে থাকতে পারবেন। মাঝে কোনও কুলিং অফের প্রয়োজন নেই। বোর্ড এবং রাজ্য সংস্থা মিলে ১২ বছর পূর্ণ হলে তখন কুলিং অফ বাধ্যতামূলক।

আগে রাজ্য সংস্থা এবং বোর্ড মিলে হিসেব ধরা হত। সে ক্ষেত্রে টানা ৬ বছরের বেশি বোর্ডের কোনও প্রশাসনিক পদে বহাল থাকা যেত না। ৬ বছর পর ৩ বছরের জন্য কুলিং অফে যাওয়া বাধ্যতামূলক ছিল।

বর্তমান নিয়ম অনুযায়ী, রাজ্য সংস্থার কোনও পদে টানা ৬ বছর বহাল থাকা যাবে। তারপরও কোনও কর্তা টানা ৬ বছরই বিসিসিআইয়ের পদে বহাল থাকতে পারবেন। মাঝে কোনও কুলিং অফের প্রয়োজন নেই। রাজ্য এবং বোর্ড মিলিয়ে টানা ১২ বছর পূর্ণ হলে, সে ক্ষেত্রে কুলিং অফ বাধ্যতামূলক।

সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে দারুণ আনন্দিত বোর্ড। রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর টার্ম ৩ বছরের হয়। এই রায়ের ফলে কোনও কর্তা টানা দুটো টার্ম থাকতে পারবেন যে কোনও রাজ্য সংস্থার প্রশাসনিক পদে। তার পর তিনি বোর্ডের প্রশাসনিক পদে পা দিলে টানা ৬ বছর বহাল থাকতে পারবেন। অর্থাৎ, কুলিং-অফে যাওয়ার ক্ষেত্রে মেয়াদ ৬ বছরের বদলে এখন ১২ বছর হয়ে গেল।

গত কয়েক মাস ধরেই সৌরভ ও জয়ের কুলিং-অফে যাওয়া নিয়ে কম গুঞ্জন হয়নি। তাঁদের যাতে বোর্ডের প্রশাসনে রাখা যায়, সেই চেষ্টাই করা হচ্ছিল। বুধবার রায়ে স্বস্তি এসেছে গাঙ্গুলি ও জয় শাহের চেহারায়।

৯৭ ডেস্ক

Read Previous

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন হেড কোচ মার্ক বাউচার

Read Next

নারী বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে গেলেন জাহানারা-ফারজানা

Total
1
Share