মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন হেড কোচ মার্ক বাউচার

20220912 222951
Vinkmag ad

দেশের দায়িত্ব ছেড়ে মার্ক বাউচার যোগ দিতে যাচ্ছেন আইপিএলের কোচিংয়ে। আজ এক বিবৃতিতে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র‍্যাঞ্জাইজি জানায় তাদের নতুন হেড কোচ মার্ক বাউচারের নাম।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি, রেকর্ডধারী উইকেটরক্ষক মার্ক বাউচারকে আইপিএল ২০২৩ থেকে তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে।

মুম্বাই ইন্ডিয়ান্স মহেলা জয়াবর্ধনেকে গ্লোবাল হেড পারফরম্যান্স হিসেবে নিযুক্ত করায় শূন্য হয়ে যায় হেড কোচের চেয়ার। প্রোটিয়া কোচ বাউচারকে দিয়ে মাহেলার শূন্যস্থান পূরণ করল মুম্বাই।

অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্ব ছেড়ে দেবেন। বিশ্বকাপের পর জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর প্রায় সঙ্গে সঙ্গেই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন।

২০১৬ আইপিএল আসরে কোলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপিং পরামর্শক হিসেবে কাজ করেছেন বাউচার।

খেলোয়াড়ি জীবনে বাউচার দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেন ১৪৭ টেস্ট, ২৯৫ ওয়ানডে ও ২৫ টি টি-টোয়েন্টি ম্যাচ, রান করেছেন ১০ হাজারের বেশি।

৯৭ ডেস্ক

Read Previous

দেশের গণমাধ্যমের প্রশংসা করলেন দাসুন শানাকা

Read Next

সুপ্রিম কোর্টের রায় সৌরভ-জয়ের পক্ষে

Total
1
Share