

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। শাহীন শাহ আফ্রিদি চোট কাটিয়ে ফিরেছেন। অভিজ্ঞ ব্যাটার শান মাসুদ প্রথমবারের মতো ডাক পেয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে।
এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের পর স্কোয়াডে পরিবর্তন এসেছে। আনক্যাপড শান মাসুদকে ডাকা হয়েছে স্কোয়াডে। পাকিস্তানের পক্ষে ৫ ওয়ানডে, ২৫ টেস্ট খেললেও এখনো টি-টোয়েন্টি খেলা হয়নি শান মাসুদের। জায়গা হারালেন ফখর জামান।
ইনজুরির কারণে এশিয়া কাপ মিস করা পেসার শাহীন শাহ আফ্রিদি ফিট হয়ে অনুমিতভাবেই ফিরলেন বিশ্বকাপ স্কোয়াডে।
Ticket to Australia! 🎟️🇦🇺
Our ICC @T20WorldCup-bound squad 🙌#BackTheBoysInGreen pic.twitter.com/S07IokFB0W
— Pakistan Cricket (@TheRealPCB) September 15, 2022
এশিয়া কাপে খুব একটা ভাল ছন্দে ছিলেন না ফখর জামান। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা না পেলেও ভ্রমণ রিজার্ভ হিসাবে থাকবেন দলের সাথে। ফখরের সঙ্গে রিজার্ভে আছেন মোহাম্মদ হারিস ও শাহনেওয়াজ দাহানি।
২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাক মহারণ। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু করবে বাবর আজমের দল।
View this post on Instagram
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ এবং উসমান কাদির।
ভ্রমণ রিজার্ভ: ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনেওয়াজ দাহানি।