আরব আমিরাতে অধিনায়ক সোহান যে লক্ষ্যে খেলবেন

আরব আমিরাতে অধিনায়ক সোহান যে লক্ষ্যে খেলবেন
Vinkmag ad

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে সাকিব আল হাসানের ডেপুটি করা হয়েছে নুরুল হাসান সোহানকে। চোট কাটিয়ে দলে ফেরা উইকেট রক্ষক এই ব্যাটারকে অবশ্য তার আগেই দায়িত্ব কাঁধে নিতে হচ্ছে। সাকিব সিপিএল খেলবেন বলে চলতি মাসে আরব আমিরাতে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন সোহানই।

জিম্বাবুয়ে সফরে মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে অধিনায়ক করা হয় সোহানকে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে চোটে পড়ে দেশেই ফিরতে হয় তাকে। শেষ ম্যাচে অধিনায়কত্ব করেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর বিশ্বকাপ পর্যন্ত পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পান সাকিব।

কিন্তু এশিয়া কাপ দিয়ে নতুন মেয়াদে নেতৃত্ব শুরু করা টাইগার অলরাউন্ডার বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে দেশের বাইরে আছেন। তাকে আগেই অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।

ফলে হুট করে সংযুক্ত আরব আবিমারাতে অনুষ্ঠিতব্য ক্যাম্প ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাচ্ছে না অনেকটা নিশ্চিত। সাকিবের অনপুস্থিতিতে সহ অধিনায়ক সোহান জানালেন যেকোনো চ্যালেঞ্জ উতরাতে চান।

আজ (১৫ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘না ওভাবে আসলে আমি চিন্তা করিনি। যে কোনো ধরণের চ্যালেঞ্জ আসলে সেগুলো আমি নেয়ার চেষ্টা করি এবং নিজের শতভাগ দিয়ে করার চেষ্টা করি। যেটা বললাম সবসময় আমাদের চিন্তা যেটা থাকে, টি-টোয়েন্টিতে ভালো কিছু করতে পারছি না। আমার কাছে মনে হয় দেশের ভালো করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা যে খুব খারাপ খেলছি এমনটা না, অনেকগুলো ম্যাচ যেগুলো আমাদের দিকে আসতে পারত, সেগুলো হয়তো আমরা হেরে যাচ্ছি।’

খুব কাছে গিয়ে হারা ম্যাচগুলোকে জয়ে পরিণত করার নতুন স্বপ্ন এই উইকেট রক্ষকের, ‘এই জায়গা থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারবো, উন্নতি করতে পারবো সেদিকে নজর দিতে হবে। ৫০-৫০ সুযোগের ম্যাচগুলো যেন ৬০-৪০ এ নিয়ে আসা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমার মনে হয় এই জায়গাগুলোতে উন্নতি করতে হবে। উন্নতি করার আমাদের জায়গা আছে।’

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যে উদ্দেশে ৩০ সেপ্টেম্বর বা ১ অক্টোবর দেশে ছাড়বে বাংলাদেশ। তার আগে আরব আমিরাতের ক্যাম্প ও সিরিজটি হুট করেই চূড়ান্ত হয়েছে। মূলত দেশে অনুশীলন করতে চেয়ে বৃষ্টি বাধায় সেটি সম্ভব হয়নি বলেই এমন কিছুর আয়োজন।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পর অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ। কিন্তু এমন কন্ডিশনের জন্য আরব আমিরাতে প্রস্তুতি নিয়ে আছে প্রশ্ন। যদিও নীতি নির্ধারকদের পাশাপাশি সোহানও প্রতিপক্ষ নিয়ে না ভেবে ম্যাচ অনুশীলনকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।

এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘ম্যাচ আপনি যাদের বিপক্ষেই খেলেন না কেন, টি-টোয়েন্টিতে কোনো দলকেই আপনি ছোট করে দেখতে পারবেন না। যে দল যেদিন ভালো খেলবে সেই ম্যাচটা জিতবে। সেক্ষেত্রে আমার মনে হয় ম্যাচ খেলাটা বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় এটা ভালো একটি সুযোগ কেননা বিশ্বকাপের আগে আমরা ভালো একটি প্রস্তুতি নিতে পারছি।’

বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম গতকাল (১৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জানিয়ে গেছেন তার কাছে ইমপ্যাক্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ সোহানও একই সুরে কথা বললেন।

তিনি জানান, ‘আমি মনে করি মাঠের পারফর্ম করতে হবে সেটাই গুরুত্বপূর্ণ। সেভাবে কথা হয় নি, যতটুকুই কথা হয়েছে নরমাল কথাই। তবে আমি কোচের সঙ্গে একমত, আমাদের ইমপ্যাক্ট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। বড় বড় রান করার চেয়ে ম্যাচের অবস্থা অনুযায়ী ইনিংস খেলাটা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে টি-টোয়েন্টিতে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

আরব আমিরাতে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ

Read Next

এমআই কেপটাউনের কোচিং প্যানেলে সাইমন ক্যাটিচ, হাশিম আমলা

Total
1
Share