আরব আমিরাতে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ

মাহমুদউল্লাহকে ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
Vinkmag ad

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে দেশে দিন কয়েকের অনুশীলন করতে চেয়েছে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে সেটি বিঘ্নিত হয়। কিন্তু প্রস্তুতিতে ঘাটতি চায়না টাইগার টিম ম্যানেজমেন্ট। যে কারণে আরব আমিরাতে হবে ক্যাম্প, খেলবে দুইটি ম্যাচও।

এশিয়া কাপ ভরাডুবির পর দেশে ফেরা বাংলাদেশ দলকে নিয়ে ১২ সেপ্টেম্বর থেকে অনুশীলনে নামতে চেয়েছিলেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। ম্যাচ আবহে বেশ কয়েকজন ক্রিকেটার নিয়ে মাঠেও নেমে পড়েন এই ভারতীয়। কিন্তু বৃষ্টির কারণে ভুগতে হয়েছে।

এর ফলে চলতি মাসের শেষদিকে নিউজিল্যান্ড উড়াল দেওয়ার আগে দুবাইতে সপ্তাহ খানেকের ক্যাম্প করবে টাইগাররা। যেখানে গতকাল ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডের সদস্য ছাড়াও থাকবে স্ট্যান্ড বাই ক্রিকেটাররা।

২২ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন আজ এমনটাই জানালেন সংবা মাধ্যমে।

তিনি বলেন, ‘যেহেতু আমাদের এখানে অনুশীলনের জন্য আবহাওয়া সাপোর্ট করছিল না আমাদের, সে জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। সহযোগী কিছু দেশের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা একটা ক্যাম্প বা প্রস্তুতি সেশন যাই বলেন না কেন, সেটা আরব আমিরাতে আয়োজন করব। ওদের জাতীয় দলের সঙ্গে আমাদের দুটো ম্যাচ হবে। কথাবার্তা হচ্ছে আমাদের। সে মোতাবেকই আমরা আগাচ্ছি।’

সংযুক্ত আরব আমিরাতের দুবাই স্পোর্টস সিটির সব ধরনের সুযোগ সুবিধা ব্যবহারের পাশাপাশি স্বাগিতিকদের বিপক্ষে দুইটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ। ম্যাচ দুইটি মাঠে গড়াতে পারে ২৫-২৭ সেপ্টেম্বর সময়কালে। এরপর ২৮ সেপ্টেম্বর দেশে ফিরে ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিতে পারে টিম বাংলাদেশ।

নিজাম উদ্দিন চৌধুরী সুজন যোগ করেন, ‘আমাদের ২২ তারিখে যাওয়ার বিষয়ে একটা পরিকল্পনা রয়েছে। ২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত। ২৮ তারিখ আমরা খুব সম্ভবত ব্যাক করব। এই সময়ের ভেতর আমাদের অনুশীলন ও দুটো প্র্যাকটিস ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেভাবেই আমরা আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

বিশ্বকাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

Read Next

আরব আমিরাতে অধিনায়ক সোহান যে লক্ষ্যে খেলবেন

Total
3
Share