বিশ্বকাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

বিশ্বকাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
Vinkmag ad

অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

মোহাম্মদ নবিকে অধিনায়ক ও নাজিবউল্লাহ জাদরানকে সহ অধিনায়ক করে শক্ত স্কোয়াডই গড়েছে আফগানরা।

আফসার জাজাই, শরফুদ্দিন আশরাফ, গুলবেদিন নাইব ও রহমত শাহ আছেন রিজার্ভ ক্রিকেটার হিসাবে।

আফগানদের এশিয়া কাপ মিশনে থাকা ১৭ ক্রিকেটারের মধ্যে বাদ পড়েছেন সামিউল্লাহ শিনওয়ারি, হাশমতউল্লাহ শহিদী, আফসার জাজাই, করিম জানাত ও নুর আহমেদ।

ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার দারউইশ রাসুলি, লেগ স্পিনিং অলরাউন্ডার কায়েস আহমেদ, ডানহাতি ফাস্ট বোলার সেলিম সাফি।

আঙ্গুলের চোট থেকে ফিরেছেন দারউইশ রাসুলি। তাকে দলে ফিরে পেয়ে খুশিই প্রধান নির্বাচক নুর মালিকজাই। সেলিম সাফির দলে থাকা পেস আক্রমণকে শক্ত করেছে বলে মত তার। মেগা ইভেন্টে নিজেদের সেরাটা দিবে আফগানিস্তান, এমনটাই চান তিনি।

২২ অক্টোবর পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু আফগানদের বিশ্বকাপ মিশন।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তান স্কোয়াড-

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, নাজিবউল্লাহ জাদরান (সহ অধিনায়ক), কায়েস আহমেদ, উসমান গনি, মোহাম্মদ নবি (অধিনায়ক), মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, সেলিম সাফি, রাশিদ খান, ফজলহক ফারুকি, ফরিদ আহমেদ মালিক ও নাভিন উল হক।

রিজার্ভ- আফসার জাজাই, শরফুদ্দিন আশরাফ, গুলবেদিন নাইব ও রহমত শাহ।

৯৭ ডেস্ক

Read Previous

না ফেরার দেশে আসাদ রউফ

Read Next

আরব আমিরাতে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ

Total
1
Share