না ফেরার দেশে আসাদ রউফ

না ফেরার দেশে আসাদ রউফ
Vinkmag ad

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আসাদ রউফ। পাকিস্তানের লাহোরে কার্ডিয়াক অ্যারেস্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০০৬ সাল থেকে ২০১৩ অব্দি আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেলের সদস্য ছিলেন তিনি। শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তার বয়স হয়েছিল ৬৬।

১৯৯৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় ২০০০ সালে, ওয়ানডে দিয়ে। ওয়ানডে প্যানেলে ঢোকেন ২০০৪ এ।

মর্যাদার ফরম্যাট টেস্টে প্রথমবার আম্পায়ারিং করেন ২০০৫ সালে, এর পরেই তিনি এলিট প্যানেলের অংশ হন।

আসাদ রউফ ৬৪ টি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন, যেখানে ৪৯ ম্যাচে ছিলেন অন ফিল্ড আম্পায়ার। এছাড়া পরিচালনা করেছেন ১৩৯ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা টুইটারে আসাদ রউফের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সমবেদনা জানান তার পরিবারের প্রতি।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটার হিসাবে সুনাম কুড়িয়েছেন আসাদ রউফ। খেলেছেন ৭১ প্রথম শ্রেণির ম্যাচ ও ৪০ লিস্ট এ ম্যাচ, খেলেছেন মিডল অর্ডার ব্যাটার হিসাবে।

৯৭ ডেস্ক

Read Previous

২০ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন রবিন উথাপ্পা

Read Next

বিশ্বকাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

Total
1
Share