

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ২০২১ বিশ্বকাপের পর তারকা ওপেনার এভিন লুইস প্রথমবারের মতো উইন্ডিজ দলে ফিরেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া দুই আনক্যাপড খেলোয়াড় ইয়ানিক ক্যারিয়াহ ও রেমন রেইফার। দলে ফেরানো হয়েছে এভিন লুইসের মতো অভিজ্ঞ ওপেনারকে।
স্কোয়াড ঘোষণার পর সিডব্লিউআই প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস বলেছেন,
‘আমরা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার জন্য তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণ বেছে নিয়েছি। নির্বাচন প্রক্রিয়ায়, চলমান সিপিএলকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং যারা ভালো খেলছেন তাদের দিকে নজর রেখেছি।’
‘আমার মেয়াদের শুরুতে বলেছিলাম যে আমি খেলোয়াড়দের সুযোগ দিতে আগ্রহী। আমি বিশ্বাস করি এটি একটি খুব ভাল দল যা আমরা বেছে নিয়েছি এবং এটি এমন একটি দল যা প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের রাউন্ড ওয়ান থেকে সুপার টুয়েলভে যোগ্যতা অর্জন করতে হবে।’
প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, ১৯ অক্টোবর জিম্বাবুয়ের সাথে খেলবে। স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই ম্যাচ খেলবে। বি গ্রুপের শীর্ষ দুই দল সুপার টুয়েলভ পর্বে যাবার সুযোগ পাবে।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ৫ এবং ৭ অক্টোবর দুই ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
ICYMI: CWI has announced the 15-man squad for the Men’s T20 World Cup 2022 in Australia! #MenInMaroon #T20WorldCup
More details⬇️ https://t.co/t6ils9Xdox pic.twitter.com/GKxgCHZcvG
— Windies Cricket (@windiescricket) September 14, 2022
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ইয়ানিক ক্যারিয়াহ, জনসন চার্লস, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, রেমন রেইফার এবং ওডিন স্মিথ।