রাব্বির মাঝে অভাব পূরণের সামর্থ্য দেখেন শ্রীরাম

রাব্বির মাঝে অভাব পূরণের সামর্থ্য দেখেন শ্রীরাম
Vinkmag ad

বেশ সম্ভাবনাময় আর সামর্থ্যবান ক্রিকেটার হিসেবে জাতীয় দলের আশে পাশে লম্বা সময় ধরে ছিলেন ইয়াসির আলি রাব্বি। দীর্ঘ অপেক্ষার অবসান শেষে যেই-ই দলে থিতু হয়েছেন, পড়লেন চোটে। ফিরলেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড দিয়ে। নব নিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলছেন টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের যে জিনিসের অভাব সেটি পূরণ করতে পারেন রাব্বি।

এখনো পর্যন্ত ৬৬ টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন এই ডানহাতি ব্যাটার। তাতে ২৭.১৫ গড়ের সাথে ১২৫.৭৯ স্ট্রাইক রেটে রান করেছেন ১৩৮৫। নিশ্চিতভাবেই এমন গড় আর স্ট্রাইক রেট বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ ভালোই বলতে হয়। বিপিএলে নিয়মিতই খেলেন কার্যকরী ইনিংস।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো এক ম্যাচের বেশি খেলা হয়নি রাব্বির। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে খেলা ঐ ম্যাচে ৭ বলে করেছেন ৮ রান। জিম্বাবুয়ে সফরে ছিল সুবর্ণ সুযোগ। কিন্তু চোটের কারণে সফরে সিরিজ শুরুর আগেই ফেরেন দেশে। পুনর্বাসন প্রক্রিয়া শেষে আবারও সুযোগ এলো টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড দিয়ে। এই একই স্কোয়াড চলতি মাসে উড়াল দিবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে।

এশিয়া কাপ খেলা হয়নি রাব্বির, ফলে শ্রীধরণ শ্রীরামের সাথে কাজও করা হয়নি। যদিও দিন কয়েক ধরে মিরপুরে চলছে ক্যাম্প, সেখানেই তাকে দেখভাল করতে পারছেন টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট। আর এই অল্প সময়েই রাব্বিকে নিয়ে বেশ আগ্রহ জন্মেছে, বিশ্বাসও করছেন তার মধ্যে সামর্থ্য আছে।

আজ (১৪ সেপ্টেম্বর) মিরপুরে দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে শ্রীরাম বলেন, ‘আমি ইয়াসিরকে (রাব্বি) আরও দেখতে আগ্রহী। টি-টোয়েন্টি দল হিসেবে বাংলাদেশের যে সামর্থ্যের অভাব, তা ইয়াসিরের মাঝে আছে। সে এমন একজন যে বল সীমানার ওপারে নিতে পারে আর বাউন্ডারি আদায় করতে পারে। আমি মনে করি রাব্বি দারুণ এক সম্ভাবনা।’

এদিকে ঘোষিত স্কোয়াডে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নির্বাচকরা বলছেন সর্ব সম্মতিক্রমেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যদিও উল্লেখ করেছেন শ্রীরামের দেওয়া পরিকল্পনা আমলে নেওয়া হয়েছে। নিজের মতামত নির্বাচক সহ টিম ম্যানেজমেন্ট গুরুত্ব সহকারে নিয়েছে বলে খুশি এই ভারতীয়ও।

টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট বলেন, ‘প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্তে আমার সাথে পরামর্শ করা হয়েছিল। আমি খুব খুশি হয়েছি যে আমার মতামতকে মূল্য দেওয়া হয়েছে।’

এশিয়া কাপ দিয়ে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ। শ্রীরামের সাথে এমনই চুক্তি বিসিবির। তবে পারফরম্যান্স মূল্যায়ণ করে মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছেই। ইতোমধ্যে দুই পক্ষের কোনো আলোচনা হয়েছে কীনা সেটি অবশ্য পরিষ্কার নয়। শ্রীরাম নিজেও সেসব নিয়ে না ভেবে নিজের কাজেই পূর্ণ মনযোগ দিতে চান।

এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি এখানে আমার চুক্তি বাড়াতে আসিনি। আমি চুক্তিবদ্ধ থাকা সময়ে আমার ক্ষমতার সেরা কাজটি করতে এখানে এসেছি। মেয়াদ বাড়ানোর কথা ভাবা কাজ করার সঠিক উপায় নয়। বাংলাদেশের জন্য সেরাটা করব। আমি এই দলের জন্য হৃদয় নিংড়ে দিতে চাই।’

৯৭ প্রতিবেদক

Read Previous

বিশ্বকাপে ইংল্যান্ডের কোচিং কনসালটেন্ট মাইক হাসি

Read Next

বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

Total
4
Share