

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাক্তন বোলিং কোচ ডেভিড সাকার এবং চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ, প্রাক্তন অস্ট্রেলিয়ান মাইক হাসিকে ইংল্যান্ডের কোচিং প্যানেলে যুক্ত করেছে ইসিবি।
আজ এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ইংল্যান্ড পুরুষদের সাদা বলের প্রধান কোচ ম্যাথু মটের সঙ্গে কোচিং প্যানেলে কোচিং কনসালটেন্ট হয়ে কাজ করবেন মাইক হাসি ও ডেভিড সাকার।
Michael Hussey and David Saker join England Men’s coaching set-up for T20 World Cup.
— England Cricket (@englandcricket) September 14, 2022
মাইক হাসি দায়িত্ব পেলেন কেবল অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য।
সাকার ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ইংল্যান্ডের পুরুষদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে। আসন্ন বিশ্বকাপের আগে সাত ম্যাচের টি-টোয়েন্টির জন্য পাকিস্তানে সফরে দলের সাথে যোগ দেবেন সাকার।
অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত এক ক্যারিয়ার রয়েছে ৪৭ বছর বয়সী মাইক হাসির। তিনি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের সেট আপে যোগ দেবেন।
ইংল্যান্ড জাতীয় দলের কোচিং প্যানেল-
প্রধান কোচ – ম্যাথু মট
সহকারী কোচ- রিচার্ড ডসন
সহকারী কোচ – কার্ল হপকিনসন
কোচিং কনসালটেন্ট – মাইক হাসি (শুধুমাত্র বিশ্বকাপ)
কোচিং কনসালটেন্ট – ডেভিড সাকার।