

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। মূলত নব নিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের পরিকল্পনাতে সবার সম্মতিক্রমে এমনটা হয়েছে বলছেন নির্বাচকরা। পরে এই ইস্যুতে ব্যাখ্যা দেন শ্রীরাম নিজেও।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ব্যাট হাতে নিজের ছায়া হয়ে আছেন রিয়াদ। গত জিম্বাবুয়ে সফরে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে বিশ্রামও দেওয়া হয়। কিন্তু সদ্য সমাপ্ত এশিয়া কাপের দলে তাকে আবার ডাকা হয়। কিন্তু দলের সাথে তিনিও ব্যর্থ। যে কারণে ভাবাই হচ্ছিল টি-টোয়েন্টি থেকে এবার বোধহয় বাদই পড়তে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
শেষ পর্যন্ত হয়েছেও তাই-ই। আর সে ক্ষেত্রে এশিয়া কাপের আগে নিযুক্ত হওয়া টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের দেওয়া পরিকল্পনাই প্রভাবক হিসেবে কাজ করেছে। আজ (১৪ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এমনটাই জানান নান্নু।
পরে সংবাদ সম্মেলনে আসেন শ্রীরামও। তার কাছেও প্রশ্ন রাখা হয় রিয়াদকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তার ভূমিকা কি ছিল?
তিনি জানালেন, ভারতের সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির মতো করে রিয়াদকে দেখতেন। কিন্তু তার জায়গায় নতুন কাউকে আনাও জরুরি মনে করেন তিনি।
তার ভাষায়, ‘আমার মনে হয় একটা জিনিস আমাদের করতে হবে ক্রিকেট দল হিসেবে, আমার বিশ্বাস অন্য দলগুলো যেটা খুব ভালো করে, প্রতিটা ক্রিকেটারের জন্য সাকসেশন পরিকল্পনা। আমি সবসময় মাহমুদউল্লাহকে ধোনির মতো দেখি, সে দলে যে ধরনের রোল প্লে করে। সে ছয়ে ব্যাট করে, ধোনি যেমন ভারতের জন্য করে, ম্যাচ শেষ করে আসে।’
‘কিন্তু আমার মনে হয় ধোনি সারাজীবন খেলবে না। তাই না? তো আপনার সাকসেশন প্ল্যান লাগবে পরেরজন কে। আমার মনে হয়েছে এটা সঠিক সময় আমাদের জন্য একসঙ্গে হয়ে ভাবার যে শূন্যতা কে পূরণ করবে। আমার মনে হয় রিয়াদের শূন্যতা পূরণ করা অনেক কঠিন। তবে আমরা যদি ওখানে কাউকে না খেলাই, তাহলে সঠিকজনকে পাবো না।’