শ্রীরামের ইশারায় বাদ পড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ

মাইলফলক স্পর্শের আগে কোন পরিকল্পনা নেই মাহমুদউল্লাহ'র
Vinkmag ad

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরে তার বাদ পড়ার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ব্যাট হাতে নিজের ছায়া হয়ে আছেন রিয়াদ। গত জিম্বাবুয়ে সফরে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে বিশ্রামও দেওয়া হয়। কিন্তু সদ্য সমাপ্ত এশিয়া কাপের দলে তাকে আবার ডাকা হয়। কিন্তু দলের সাথে তিনিও ব্যর্থ। যে কারণে ভাবাই হচ্ছিল টি-টোয়েন্টি থেকে এবার বোধহয় বাদই পড়তে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

শেষ পর্যন্ত হয়েছেও তাই-ই। আর সে ক্ষেত্রে এশিয়া কাপ নিযুক্ত হওয়া টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের দেওয়া পরিকল্পনাই প্রভাবক হিসেবে কাজ করেছে। আজ (১৪ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এমনটাই জানান নান্নু।

জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। অনেক ভালো ভালো ম্যাচ জিতিয়েছে।’

‘আমাদের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট এসেছে, ওরা একটা পরিকল্পনা আমাদের দিয়েছে। এবং আগামী এক বছরের জন্য যে পরিকল্পনাটা নিয়ে আমরা আগাচ্ছি একটা আলাদা ডিরেকশনে। টিম ম্যানেজমেন্টের সবার সম্মতিক্রমে রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।’

রিয়াদকে যদি বিশ্বকাপ ভাবনায় না-ই রাখা হয় তবে সাম্প্রতিক সময় তাকে টেনে নেওয়ার চেয়ে অন্য কাউকে সুযোগ দিয়ে প্রস্তুত করা যেত না? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের সম্মুখীন হন নির্বাচকরা।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

উত্তরে নান্নু বলেন, ‘দেরি না (বাদ দেওয়া)। ব্যাক টু ব্যাক অনেকগুলো ম্যাচ আমরা খেলেছি। কিছু ক্রিকেটারের ইনজুরিও ছিল, যেটার জন্য আমরা যথেষ্ট ভুগেছি গত ছয় মাস। এই ভোগার জন্য অনেকগুলো ক্রিকেটারকে আবার ডাকা হয়েছে, অনেকভাবে দেখা হয়েছে।’

‘এমনিতে আমরা এই ফরম্যাটে অনেক পিছিয়ে আছি, এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে সব সিদ্ধান্ত এবার নেওয়া হয়েছে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

টি-টোয়েন্টির শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন সাকিব আল হাসান

Read Next

ধোনিকে দিয়ে রিয়াদের অবসর টানলেন শ্রীরাম

Total
1
Share