টি-টোয়েন্টির শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন সাকিব আল হাসান

প্রথম বাঁহাতি বোলার হিসাবে সাকিবের '৪০০'
Vinkmag ad

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব আল হাসান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হারানো জায়গাটায় সাকিব ফের বসলেন আরেক টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে। সাকিব এগিয়ে আসায় অবস্থান খুইয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত মেনস টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডার বিভাগে, ২৪৮ রেটিং নিয়ে মোহাম্মদ নবিকে টপকে ফের শীর্ষস্থান দখল করেলন সাকিব। এশিয়া কাপে দল কিছু করতে না পারলেও নিজের কাজটা ঠিকঠাকই করেছেন সাকিব আল হাসান।

আর তাতেই অনেকদিন পর টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসলেন সাকিব আল হাসান। এশিয়া কাপে নিষ্প্রভ থাকা মোহাম্মদ নবি (২৪৬ রেটিং) দুইয়ে নেমে গেলেন। ইংলিশ তারকা মইন আলি আছেন পূর্বের অবস্থান; তিন নম্বরেই।

এশিয়া কাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গার উন্নতি হল চার ধাপ। ১৮৪ রেটিং নিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে টপকে এসেছেন চারে।

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ৫ অলরাউন্ডার-

১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৪৮ রেটিং
২. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৪৬
৩. মইন আলি (ইংল্যান্ড)- ২২১
৪. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ১৮৪
৫. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ১৮৩। 

৯৭ ডেস্ক

Read Previous

মাহমুদউল্লাহকে ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

Read Next

শ্রীরামের ইশারায় বাদ পড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ

Total
1
Share