

মুম্বাই ইন্ডিয়ান্স মহেলা জয়াবর্ধনেকে গ্লোবাল হেড পারফরম্যান্স হিসেবে এবং জহির খানকে ক্রিকেট ডেভেলপমেন্টের গ্লোবাল হেড হিসেবে নিযুক্ত করেছে। এতোদিন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্বে থাকা মাহেলা জয়বর্ধনে এবার সামলাবেন ফ্র্যাঞ্চাইজির তিনটি দল।
আইপিএলের পাশাপাশি রিলায়েন্স গ্রুপের দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাতের লিগে দল সম্প্রসারণে কাজ করছে। দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি লিগে, এমআই কেপটাউন। এমআই এমিরেটস, ইউএই ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ও মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দল।
🚨 Head Coach ➡️ Global Head of Performance 🌏
We are delighted to announce Mahela Jayawardene as our Global Head of Performance 🙌💙#OneFamily #MumbaiIndians #MIemirates #MIcapetown @MIEmirates @MICapeTown @MahelaJay pic.twitter.com/I4wobGDkOQ
— Mumbai Indians (@mipaltan) September 14, 2022
দীর্ঘদিন ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচের দায়িত্বে থামা মাহেলা এখন থেকে গ্লোবাল হেড অফ পারফরমেন্স হিসেবে তিনটি দলই দেখবেন। দায়িত্ব বাড়লো জহির খানেরও।
পরপর দুই বিবৃতিতে এমআই জানিয়েছে,
‘মাহেলা জয়াবর্ধনেকে আমাদের গ্লোবাল হেড অফ পারফরমেন্স হিসাবে ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।’
‘ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস থেকে গ্লোবাল হেড অফ ক্রিকেট ডেভেলপমেন্ট হলেন জহির খান।’
🚨 Director of Cricket Operations ➡️ Global Head of Cricket Development 🌏
Let's welcome ZAK as our Global Head of Cricket Development 🙌#OneFamily #MumbaiIndians #MIemirates #MIcapetown @MIEmirates @MICapeTown @ImZaheer pic.twitter.com/VBfzzrBG6J
— Mumbai Indians (@mipaltan) September 14, 2022