মাহমুদউল্লাহকে ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

মাহমুদউল্লাহকে ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
Vinkmag ad

মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়েই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০ ওভারি ক্রিকেটের শ্রেষ্ঠতের আসরে যথারীতি টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান। 

সাকিব আল হাসানের ডেপুটি হিসাবে এশিয়া কাপে আফিফ হোসেন ধ্রুব থাকলেও বিশ্বকাপে সহ অধিনায়কের চেয়ারে বসেছেন ইনজুরি থেকে ফেরা নুরুল হাসান সোহান। 

অনুমিতভাবেই ১৫ সদস্যের মূল স্কোয়াডে ফিরেছেন এশিয়া কাপে না থাকা লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান, হাসান মাহমুদরা। 

বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও মোহাম্মদ নাইম শেখ, এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমনও। এশিয়া কাপের পর অবসরের ঘোষণা দেওয়া মুশফিকুর রহিম সঙ্গত কারণেই বিবেচিত হননি। 

তবে নিকট অতীতে বলার মত কোন পারফরম্যান্স ছাড়াও স্কোয়াডে চমক হয়ে এসেছেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। 

স্ট্যান্ডবাই হিসাবে আছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও সৌম্য সরকার। 

এই স্কোয়াডই নিউজিল্যান্ডে খেলবে ত্রিদেশীয় সিরিজে। যেখানে স্বাগতিক ও বাংলাদেশ ছাড়া আছে পাকিস্তানও। 

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড-

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই- শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার।

৯৭ প্রতিবেদক

Read Previous

মুম্বাই ইন্ডিয়ান্সের তিন দলের নতুন দায়িত্বে জয়াবর্ধনে

Read Next

টি-টোয়েন্টির শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন সাকিব আল হাসান

Total
1
Share