৩ গুরুত্বপূর্ন ক্রিকেটারের বদলি ঘোষণা করল অস্ট্রেলিয়া

৩ গুরুত্বপূর্ন ক্রিকেটারের বদলি ঘোষণা করল অস্ট্রেলিয়া
Vinkmag ad

ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্তি বিশ্বকাপের আগে কোনরূপ ঝুঁকি নিচ্ছে না অস্ট্রেলিয়া। ভারত সফরে ৩ গুরুত্বপুর্ণ ক্রিকেটার ছাড়া যাবে অজিরা।

ক্রিকেট অস্ট্রেলিয়া বুধবার জানায় পেসার মিচেল স্টার্ক, অলরাউন্ডার মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিস ইনজুরি শঙ্কায় যাচ্ছেন না ভারতে।

মার্শ ভুগছেন অ্যাঙ্কেল ইনজুরিতে, সাইড ইনজুরিতে স্টয়নিস, হাটুর ইনজুরিতে স্টার্ক। তাদের জায়গা নিয়েছেন নাথান এলিস, ড্যানিয়েল স্যামস ও শন অ্যাবট।

অস্ট্রেলিয়ার স্কোয়াড-

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

সিরিজের সূচি-

২০ সেপ্টেম্বর- ১ম টি-টোয়েন্টি, মোহালি
২৩ সেপ্টেম্বর- ২য় টি-টোয়েন্টি, নাগপুর
২৫ সেপ্টেম্বর- ৩য় টি-টোয়েন্টি, হায়দ্রাবাদ।

৯৭ ডেস্ক

Read Previous

এমআই কেপটাউনের দায়িত্ব নিচ্ছেন বাউচার

Read Next

মুম্বাই ইন্ডিয়ান্সের তিন দলের নতুন দায়িত্বে জয়াবর্ধনে

Total
1
Share