

দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি, এমআই কেপটাউন। উদ্বোধনী সংস্করণের জন্য প্রোটিয়াদের হেড কোচ মার্ক বাউচার এমআই কেপটাউনের হেড কোচ হতে চলেছেন।
কোচ মার্ক বাউচার অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তার দায়িত্ব ছেড়ে দেবেন। দেশের দায়িত্ব ছেড়ে যুক্ত হবেন ফ্র্যাঞ্জাইজির কোচিংয়ে। বিশ্বকাপের পর জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর প্রায় সঙ্গে সঙ্গেই এমআই কেপটাউনের প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন বলছে, প্রোটিয়া কোচ মার্ক বাউচার আগামী ১৯ সেপ্টেম্বর খেলোয়াড় নিলামে মুম্বাইয়ের প্রতিনিধিদের একজন হবেন।
২০১৬ আইপিএল আসরে কোলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপিং পরামর্শক হিসেবে কাজ করেছেন বাউচার।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেট সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে কেপ টাউন ফ্র্যাঞ্চাইজি কিনেছে। এমআই কেপটাউন প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে কাগিসো রাবাদা, ডিওয়াল্ড ব্রেভিস, রাশিদ খান, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরানকে।