পুরানো সেই দিনের কথা; জয়াসুরিয়া-দিলশানদের দাপট

20220913 215646
Vinkmag ad

পুরানো সেই দিনের কথা মনে করালেন সনাৎ জয়াসুরিয়া, দিলশানরা। টেস্টে ২ বার ও ওয়ানডেতে ৪ বার পাঁচ উইকেটে পাওয়া লঙ্কান গ্রেট জয়াসুরিয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইংল্যান্ড লেজেন্ডসের বিপক্ষে ৩ রান খরচায় তুলে নেন ৪টি উইকেট। পেয়েছেন ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কারও।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কা লেজেন্ডস পেয়েছে বড় জয়। ইংল্যান্ডকে মাত্র ৭৮ রানে গুটিয়ে দিয়ে তিলেকারত্নে দিলশানের দল ৩৩ বল বাকি থাকতেই নিশ্চিত করে ৭ উইকেটের জয়।

কানপুরে টস হেরে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড লেজেন্ডস। সর্বোচ্চ ১৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক ইয়ান বেল। আরেক ওপেনার ফিল মাস্টার্ডের ব্যাট থেকে আসে ১৪ রান। ক্রিস স্কোফিল্ড ১০ রানে অপরাজিত থাকেন, স্টেফেন প্যারি করেন সমান সংখ্যক রান। আর কোন ব্যাটার পৌঁছাতে পারেননি দুই অংকের ঘরে।

বল হাতে জাদু দেখালেন সনাৎ জয়াসুরিয়া। ৪ ওভারের কোটায় মাত্র ৩ রান খরচায় শিকার করেন ৪টি উইকেট, সঙ্গে দুই ওভার মেডেন। জয়াসুরিয়ার স্পিন ঘূর্ণি, আর নুয়ান কুলাসেকরার গতিতে লণ্ডভণ্ড হয়ে নির্ধারিত ওভারের আগেই থেমে যায় ইংল্যান্ড লেজেন্ডসের ইনিংস।

লক্ষ্য তাড়ায় নেমে অধিনায়ক তিলেকারত্নে দিলশান করেন ১৫ রান। ওপেনার দিলশান মুনাওয়েরা খেলেন ২৪ রানের ইনিংস। এরপর উইকেটকিপার ব্যাটার উপল থারাঙ্গা ১৯ বলে ২৩ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। শেষদিকে জীবন মেন্ডিস ৬ হাঁকিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন।

৯৭ ডেস্ক

Read Previous

আসিফ আফ্রিদিকে নিষেধাজ্ঞা দিল পিসিবি

Read Next

এমআই কেপটাউনের দায়িত্ব নিচ্ছেন বাউচার

Total
7
Share