

রবিবার রাতে লম্বা বিরতির অবসান ঘটিয়েছে শ্রীলঙ্কা। ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮, ২০১৪ এর পর ৬ষ্ঠ বারের মত এশিয়া কাপের সেরা হয়েছে দাসুন শানাকার দল। শ্রীলঙ্কা ক্রিকেট তাদের টুইটারে বায়ো পরিবর্তন করেছে।
এখন সেখানে শোভা পাচ্ছে ‘1x Cricket World Cup |
1x T20 World Cup |
6x Asia Cup’
১১ সেপ্টেম্বর ফাইনাল জেতা শ্রীলঙ্কা আজ (১৩ সেপ্টেম্বর) ভোরে দেশে ফেরে। লঙ্কান স্থানীয় সময় ভোর ৪ টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কার এশিয়া জয়ী দল এয়ারপোর্টে ফিরবে এমন খবর আগেই জানিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আরও জানিয়েছিল ৬ টা ৩০ মিনিটে এয়ারপোর্ট প্রাঙ্গন থেকে হবে প্যারেড।
The Men’s Asia Cup 2022 Champions will arrive in Sri Lanka tomorrow (13th September) for a grand welcome
👉National Team will arrive in the country at 04.45 am
👉The parade will commence at 06.30 am from the airport premises. pic.twitter.com/ZlZRo9veRB— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 12, 2022
বিভিন্ন সংকটে কঠিন সময় পার করতে থাকা শ্রীলঙ্কা ক্রিকেটের অর্জনে আনন্দে মাতে। কাতুনায়েকে থেকে কলম্বো নরমাল রোড হয়ে যায় চ্যাম্পিয়নদের বহন করা হুড খোলা বাস।
The victory parade is about to commence from Katunayaka!
Route: Katunayake- Colombo normal road.
Next Stop: Seeduwa#RoaringForGlory pic.twitter.com/4dRUWb1k3q— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 13, 2022
এয়ারপোর্টেই দাসুন শানাকার দলকে বীরোচিত সংবর্ধনা জানানো হয়।
The #AsiaCup trophy is officially home! 🏆#RoaringForGlory pic.twitter.com/VXsbV2gzzm
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 13, 2022
পরে রাস্তায় বিপুল লোক সমাগমের মধ্যে দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভানুকা রাজাপাকশেরা ট্রফি নিয়ে প্যারেডে অংশ নেন। বিরোচিত সংবর্ধনা পাওয়া ক্রিকেটার রা তো বটেই, আনন্দে উদ্বেলিত ছিলেন সাধারণ জনগনও।
📸 Snapshots from the #AsiaCup victory parade
#RoaringForGlory pic.twitter.com/ZGIEov8OxL— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 13, 2022
📸 A grand welcome for the victorious Sri Lanka Team! #AsianChampions
More Images: https://t.co/rXjBuTk3Q6#AsiaCup2022Final #RoaringForGlory pic.twitter.com/EPGnmOZxI5
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 13, 2022