শ্রীলঙ্কার শিরোপা জয়ে কিংবদন্তিদের প্রতিক্রিয়া

শ্রীলঙ্কার শিরোপা জয়ে কিংবদন্তিদের প্রতিক্রিয়া
Vinkmag ad

গতরাতে ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ৬ষ্ঠ বারের মতো এশিয়া কাপ শিরোপা ঘরে তুললো শ্রীলঙ্কা। সিংহদের যোদ্ধাদল নাম করল বিশ্ব মঞ্চে। এক দশক পর ক্রিকেটে পেল বড় সাফল্য। এমন স্মরণীয় জয়ে টুইটার জুড়ে প্রশংসায় ভাসছে শ্রীলঙ্কার ক্রিকেট। রাজাপাকশে, হাসারাঙ্গাদের পারফরম্যান্সে মুগ্ধ কিংবদন্তিরা।

পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে রোমাঞ্চকর জয়ের পর খুশি শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান তারকারা। দাসুন শানাকার দলের বন্দনায় মেতে ওঠেন পাক ক্রিকেটাররাও। ম্যাচের পর সেই দৃশ্যই ধরা পড়ে টুইটারে।

দেখে নিন টুইটার প্রতিক্রিয়া:

৯৭ ডেস্ক

Read Previous

রাজা ও ম্যাকগ্রা পেলেন সেরার মুকুট

Read Next

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

Total
1
Share