

এশিয়া কাপ শেষে বল হাতে ভুবনেশ্বর কুমার সবার শীর্ষে আছেন। বল হাতে শীর্ষে থেকেও দলকে ফাইনালে তুলতে পারেননি ভুবি। জমজমাট এই এশিয়া কাপে ব্যাটে–বলে রাজত্ব করেছেন লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা; বল হাতে আছেন সেরা দুইয়ে। সেরা পাঁচের পরের তিন স্থানে তিন পাকিস্তানি।
এশিয়া কাপে বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। তার মধ্যে সেরা আফগানিস্তানের বিরুদ্ধে চার রান দিয়ে পাঁচ উইকেট। ভুবনেশ্বর মোট সাড়ে ১০ গড়ে ১১ উইকেট শিকার করেছেন।
বোলারদের তালিকায় পরের নাম শিরোপা জয়ী দলের অন্যতম সেরা খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৬ ম্যাচ শেষে তার ঝুলিতে আসে মোট ৯ উইকেট। ফাইনালে ২৭ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে নেন ২১ রান খরচায় ৩ উইকেট। এটিই এবারের এশিয়া কাপে তার সেরা বোলিং ফিগার।
সমান ৮ উইকেট নিয়ে গড় বিচারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন তিন পাকিস্তানি হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। হারিস রউফ শেষ তিন ম্যাচে দখল করেন ৭ উইকেট। তবে আসরের শুরুর দুই ম্যাচে থাকেন উইকেট শূন্য।
View this post on Instagram
বল হাতে সেরা পাঁচ-
ভুবনেশ্বর কুমার (ভারত), ১১ উইকেট
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), ৯ উইকেট
হারিস রউফ (পাকিস্তান), ৮ উইকেট
মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), ৮ উইকেট
শাদাব খান (পাকিস্তান), ৮ উইকেট।