

ধুন্ধুমার লড়াই শেষে পর্দা নামল ১৫তম এশিয়া কাপের। পুরো টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে শিরোপা জিতল শ্রীলঙ্কা। ব্যাট হাতে নজর কাড়েন মোহাম্মদ রিজওয়ান, ফর্মে ফিরেছেন ভিরাট কোহলি। শ্রীলঙ্কার শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন পাথুম নিসাঙ্কা, ভানুকা রাজাপাকশে। কম যাননি আফগানিস্তানের ইব্রাহিম জাদরানও।
১৬ দিনের এ আসরে গড়িয়েছে মোট ১৩টি ম্যাচ। গতরাতে ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ৬ষ্ঠ বারের মতো শিরোপা ঘরে তুললো শ্রীলঙ্কা।
এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ৬ ম্যাচে মোট ২৮১ রান করেছেন তিনি। এশিয়া কাপ ২০২২ এ ফর্মের তুঙ্গে ছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। বাবর আজমকে টপকে টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ ব্যাটার এখন মোহাম্মদ রিজওয়ান। ৬ ম্যাচে হাঁকিয়েছেন ৩ ফিফটি। গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে ৫৭ বলে ৭৮ রানের ইনিংস খেলা রিজওয়ান সুপার ফোরে এসে ভারতের বিপক্ষে খেলেন ৫১ বলে ৭১ রানের ইনিংস। আর ফাইনালে ৪৯ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলকে জেতাতে পারেননি।
এবারের আসরে একমাত্র সেঞ্চুরিটি আসে ভিরাট কোহলির ব্যাট থেকেই। সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন করতে নেমে ১২২ রান করেন তিনি। এর সাথেই কাটান নিজের সেঞ্চুরি খরা। রান সংগ্রহে দ্বিতীয় স্থানে আছেন এই ভারতীয় তারকা ব্যাটার। এ টুর্নামেন্টে তিনি ৫ ইনিংসে ২বার অপরাজিত থেকে করেছেন ২৭৬ রান। ব্যাটিং গড় ৯২, স্ট্রাইক রেট ১৪৭.৫৯। শতরানের ইনিংস ছাড়াও পাকিস্তান ও হংকংয়ের বিরুদ্ধে করেন অর্ধশতরান।
View this post on Instagram
তৃতীয় আফগান টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান। তার সংগ্রহ ১৯৬ রান। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ৪২ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতয়ে আসেন। আর সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলেন ৬৪ রানের অপরাজিত এক ইনিংস।
১৯১ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন শিরোপাজয়ী দল শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকশে। ৬ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১৯১ রান। ফাইনালে রাজাপাকশের ব্যাটে চড়েই শ্রীলঙ্কা স্কোরবোর্ডে জমা করে ১৭০ রান। ৪৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭১ রান করে অপরাজিত থাকেন রাজাপাকশে।
পাঁচ নম্বরে লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা। পুরো আসর জুড়ে তিনি ব্যাট হাতে নিজের শক্তি দেখিয়েছেন। দলকে পাওয়ার-প্লেতে বড় রানের স্তম্ভ গড়ে দিয়েছেন। ৬ ইনিংস খেলে নিসাঙ্কা সংগ্রহ করেন মোট ১৭৩ রান। ফাইনালে তার ব্যাট থেকে রান না আসলেও সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে হাঁকিয়েছেন ফিফটি।
ব্যাট হাতে সেরা যারা-
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), ২৮১ রান, ৬ ইনিংস
ভিরাট কোহলি (ভারত), ২৭৬ রান, ৫ ইনিংস
ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), ১৯৬ রান, ৫ ইনিংস
ভানুকা রাজাপাকশে (শ্রীলঙ্কা), ১৯১ রান, ৬ ইনিংস
পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), ১৭৩ রান, ৬ ইনিংস।