

হার দিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ শুরু করল বাংলাদেশ লেজেন্ডস। বাংলাদেশকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস তুলে নিল ৬ উইকেটের বড় জয়।
কানপুরে নিজেদের প্রথম ম্যাচ টস জিতে আগে ব্যাট করতে নামে শাহাদাত হোসেন রাজীবের নেতৃত্বাধীন বাংলাদেশ লেজেন্ডস। ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের বোলারদের তোপের মুখে পড়ে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের একজনও যেতে পারেনি দুই অংকের ঘরে। ইনিংসের দ্বিতীয় ওভারে নাজমুস সাদাত (৩) হয়েছেন রান-আউট। আরেক ওপেনার নাজিমুদ্দিনকে ফিরতে হয় শূন্য হাতে।
তিনে নামা তুষার ইমরান ১৬ বলে করেন ৬। ইনিংস বড় করতে পারেননি আফতাব আহমেদ; ফিরতে হয় ১৩ রানে। অলক কাপালির ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান। আবুল হাসান ও মোহাম্মদ শরীফ সাজঘরে ফেরেন সমান ৩ রান করে। ১৩ রান করা আব্দুর রাজ্জাক হয়েছেন লেগ বিফোরের শিকার। কেবল এক রানেই থামতে হয় ডলার মাহমুদকে।
উইকেটকিপার ব্যাটার ধীমান ঘোষ খেলেন বাউন্ডারিবিহীন এক ইনিংস। ২৭ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। ক্রিশমার সান্টোকির তৃতীয় শিকার হন শেষ ব্যাটসম্যান অধিনায়ক শাহাদাত হোসেন রাজীব (১)। ফলে নির্ধারিত ওভারের আগেই ৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ লেজেন্ডসের ইনিংস।
লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের তৃতীয় ওভারের প্রথম উইকেট হারায় উইন্ডিজ লেজেন্ডস। আব্দুর রাজ্জাক ডেভ মোহাম্মেদকে (৪) ফিরিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন। ডলার মাহমুদের শিকার হন ৮ রান করা নরসিং দেওনারাইন। রান আউটে কাটা পড়েন ডানজা হায়াত (১)।
ফিফটি হাঁকানো ডোয়াইন স্মিথকে (৫১) লেগ বিফোরের ফাঁদে ফেলেন অলক কাপালি। অধিনায়ক ক্রিক এডওয়ার্ডস ২২ ও উইলিয়াম পারকিনস ৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ লেজেন্ডস: ৯৮/১০ (১৯.৪ ওভার) সাদাত ৩, নাজিমুদ্দিন ০, তুষার ৬, আফতাব ১৩, কাপালি ১৯, ধীমান ২২*, আবুল ৩, শরীফ ৩, রাজ্জাক ১৩, ডলার ১, শাহাদাত ১; সান্টোকি ৩/৭, বেন ২/২০, ডেভ ২/২২, ব্ল্যাক ১/১১, বিশু ১/২৩
ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস: ১০১/৪ (১৫.২ ওভার) স্মিথ ৫১, ডেভ ৪, নরসিং ৮, হায়াত ১, এডওয়ার্ডস ২২*, পারকিনস ৯*; রাজ্জাক ১/২৩, কাপালি ১/২০, ডলার ১/৯
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস ৬ উইকেটে জয়ী