

আজ (১১ সেপ্টেম্বর) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত এশিয়া কাপ ২০২২ এর ফাইনাল। যেখানে শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। যদিও এখনো সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আছে বাংলাদেশ নারী দলও। তারা গেছে আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলতে। নিগার সুলতানা জ্যোতির দলের সঙ্গে দেখা করেছেন বিসিবি বস।
দলের সবার সঙ্গে মতবিনিময় করেন বিসিবি সভাপতি, সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়াম ও পাশেই একাডেমি মাঠে ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর হবে বাছাই পর্ব। ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের লড়াই।
১৯ সেপ্টেম্বর খেলা স্কটল্যান্ডের সঙ্গে, ২১ সেপ্টেম্বর প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের দুটি সেমি-ফাইনালই হবে ২৩ সেপ্টেম্বর ও ফাইনাল হবে ২৫ সেপ্টেম্বর।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের আয়োজক দক্ষিণ আফ্রিকা। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে ১০ দলের এই টুর্নামেন্ট। এখন অব্দি তিনবার বাছাই পর্ব খেলে প্রতিবারই বাধা টপকে গেছে বাংলাদেশের মেয়েরা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দল :
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, ঋতু মণি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।