কানপুরে আজ মুখোমুখি লারা-শাহাদাতরা

কানপুরে আজ মুখোমুখি লারা-শাহাদাতরা
Vinkmag ad

১০ সেপ্টেম্বর, কানপুরে ভারত লেজেন্ডস ও দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস ম্যাচ দিয়ে শুরু হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২২। যেখানে ৮ দলের মধ্যে আছে বাংলাদেশ লেজেন্ডসও।

আজ ১১ সেপ্টেম্বর) কানপুরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে শাহাদাত হোসেন রাজীবের নেতৃত্বাধীন বাংলাদেশ লেজেন্ডস। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস।

বাংলাদেশ লেজেন্ডস দলের সূচি-

বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ- ১১ সেপ্টেম্বর, বিকাল ৪ টা, কানপুর

বিপক্ষ নিউজিল্যান্ড- ১৫ সেপ্টেম্বর, রাত ৮ টা, কানপুর

বিপক্ষ অস্ট্রেলিয়া- ১৮ সেপ্টেম্বর, বিকাল ৪ টা, ইনদোর

বিপক্ষ ভারত- ২১ সেপ্টেম্বর, রাত ৮ টা, দেহরাদুন

বিপক্ষ শ্রীলঙ্কা- ২৭ সেপ্টেম্বর, বিকাল ৪ টা, রায়পুর।

বাংলাদেশ লেজেন্ডস স্কোয়াড-

শাহাদাত হোসেন রাজীব (অধিনায়ক), আবুল হাসান রাজু, আলমগীর কবির, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), খালদে মাসুদ পাইলট (উইকেটরক্ষক), মেহরাব হোসেন জুনিয়র, নাজিমউদ্দিন চৌধুরী, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদ, অলক কাপালি, ইলিয়াস সানি, মামুন উর রশীদ, মোহাম্মদ শরীফ ও নাজমুস সাদাত।

৯৭ ডেস্ক

Read Previous

ফাইনালেও থাকছেন মুকুল, গর্বিত মুশফিক

Read Next

আবু ধাবিতে বাংলাদেশ নারী দলের সঙ্গে পাপনের সাক্ষাৎ

Total
5
Share