

এমনিতে এশিয়া কাপে একাধিকবার ফাইনাল খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নারী দল এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও পুরুষ দল অবশ্য শিরোপার দেখা পায়নি। চলমান এশিয়া কাপে ফাইনাল তো দূরে থাক, সুপার ফোরেই ওঠেনি বাংলাদেশ। তবে ফাইনালে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব, আর সেটা করছেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।
এশিয়া কাপে গ্রুপ পর্ব ও সুপার ফোর- দুই ধাপেই ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ পরিচালনা করেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। দুই ম্যাচেই তার আম্পায়ারিং প্রশংসিত হয়েছে, বিশেষ করে চাপের সময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দিয়েছেন মুকুল।
এর ফল হিসাবেই এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে মুকুল পেয়েছেন ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব। আজ (১১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনালে অন ফিল্ড আম্পায়ার হিসাবে থাকছেন তিনি।
ফাইনালে মাঠের খেলা পরিচালনায় তার সঙ্গী হিসাবে থাকবেন ভারতের অনিল চৌধুরী।
মাসুদুর রহমান মুকুল ছাড়াও এবারের এশিয়া কাপে গাজী সোহেল ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছেন, যদিও তিনি অনফিল্ড আম্পায়ারিং করেননি।
দেশের বাইরে কোন বহুজাতিক টুর্নামেন্টে এই প্রথম বাংলাদেশি কোন আম্পায়ার ফাইনাল পরিচালনা করতে যাচ্ছেন। এমন অর্জনে মাসুদুর রহমান মুকুলকে শুভকামনা জানিয়েছেন মুশফিকুর রহিম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক লেখেন, ‘ফাইনালের জন্য মুকুল ভাইকে শুভকামনা জানাচ্ছি। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশি আম্পায়ার দেখাটা দারুণ। আপনার জন্য গর্বিত ভাই।’