

ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ৩য় ও শেষ টেস্টের একদিনে উইকেট পড়েছে ১৭টি। পেসারদের দিনে এখন পর্যন্ত ৩৬ রানের লিড পেয়েছে ইংল্যান্ড।
বৃষ্টি ও রাণী এলিজাবেথের মৃত্যুর কারণে টেস্টের প্রথম দুই দিন খেলা হয়নি। ফলে ৫ দিনের টেস্ট পরিণত হয়েছে ৩ দিনে। ৩য় দিন থেকে শুরু হওয়া টেস্টটিতে রোমাঞ্চের পসরা সাজিয়ে বসেছেন দুই দলের পেসাররা। সবকটি উইকেট পেয়েছেন তারাই।
টসে জিতে প্রথমে বোলিং নেয় স্বাগতিকরা। তাদের পেসারদের তোপের মুখে প্রোটিয়াদের টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের হতশ্রী অবস্থা চোখে পড়ে। পাঁচে নামা খায়া জন্ডো ২৩ রান করেন।
পরবর্তীতে টেল এন্ডারের মার্কো জেনসেন ও কেশব মহারাজের দৃঢ়তায় প্রথম ইনিংসে ১১৮ রান পর্যন্ত সমর্থ হয় দক্ষিণ আফ্রিকা। জেনসেন সর্বোচ্চ ৩০ ও মহারাজ ১৮ রান করেন।
ইংল্যান্ডের পক্ষে দারুণ বোলিং করে ওলি রবিনসন ৫টি ও স্টুয়ার্ট ব্রড ৪টি উইকেট নেন। অপর উইকেটটি জেমস অ্যান্ডারসনের।
জবাবে ব্যাটিংয়ে নেমেও স্বস্তিতে থাকতে পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ওলি পোপ একমাত্র সাবলীলভাবে ব্যাটিং করে হাফ সেঞ্চুরি আদায় করে নেন। ৭৭ বলে ১৩ চারে ৬৭ রান করেন।
আলো কমে দিনের খেলা বন্ধ হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত প্রথম ইনিংসে ৭ উইকেটে ১৫৪ রান করেছে ইংলিশরা। জো রুট ২৩ ও বেন ফোকস অপরাজিত আছেন ১১ রানে।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও দারুণ মুন্সিয়ানা দেখান জেনসেন। তিনি নেন ৪টি। কাগিসো রাবাদা ২টি ও আনরিখ নরকিয়া ১টি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে):
দক্ষিণ আফ্রিকার ১ম ইনিংসঃ ১১৮/১০ (৩৬.২), এলগার ১, এরউই ০, পিটারসেন ১২, রিকেলটন ১১, জন্ডো ২৩, ভেরেইন ০, মুলডার ২, জেনসেন ৩০, মহারাজ ১৮, রাবাদা ৭*, নরকিয়া ৭; অ্যান্ডারসন ৮-২-১৬-১, রবিনসন ১৪-৩-৪৯-৫, ব্রড ১২.২-১-৪১-৪
ইংল্যান্ডের ১ম ইনিংসঃ ১৫৪/৭ (৩৩.৪), লিস ১৩, ক্রলি ৫, পোপ ৬৭, রুট ২৩, ব্রুক ১২, স্টোকস ৬, ফোকস ১১*, ব্রড ৬, রবিনসন ৩*; রাবাদা ১১.৪-১-৭৮-২, জেনসেন ১১-২-৩৪-৪, নরকিয়া ৯-০-২৯-১
ইংল্যান্ড ৩৬ রানে এগিয়ে।