অজানা অধ্যায় জানাতে জীবনী নিয়ে হাজির হচ্ছেন ওয়াসিম আকরাম

অজানা অধ্যায় জানাতে জীবনী নিয়ে হাজির হচ্ছেন ওয়াসিম আকরাম
Vinkmag ad

যেকোন পেশাজীবীর পেশাগত জীবন চলাকালীন অনেক ঘটনা ঘটে। তবে সঙ্গত কারণেই তা সামনে আসে না। তবে পেশাগত জীবন শেষে? তখন তো আর বলতে বাঁধা নেই। ক্রিকেটারদের ক্রিকেটীয় জীবন শেষে আত্মজীবনীতে সামনে আসে অনেক কেচ্ছা-কাহিনী। পাকিস্তান তথা ক্রিকেট বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বোলার ওয়াসিম আকরাম এবার হাজির হচ্ছেন নিজের জীবনী নিয়ে।

পাকিস্তানি ক্রিকেটারদের জীবন এমনিতেই চড়াই-উতরাইয়ে ভরা এক রোলার কোস্টার হয়ে থাকে। সুইং বোলিংয়ে বিশ্ব মাতানো ওয়াসিম আকরামের ক্রিকেটীয় জীবনে কলঙ্কও ছিল।

বিভিন্ন সময়ে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। কখনো তা প্রমাণ না হলেও খোদ সতীর্থদের কাছ থেকে অভিযুক্ত হওয়া অস্বস্তি বাড়িয়েছে নিশ্চিতভাবেই। তবে কখনো নিজের দিককার গল্প শোনান নি সুলতান অব সুইং।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনীর প্রচ্ছদ প্রকাশ করেন ওয়াসিম আকরাম। ক্যাপশনে লেখেন, ‘অবশেষে আপনারা সত্যটা জানবেন এবং আমার তরফের গল্প জানবেন। বিস্তারিত দ্রুতই জানানো হবে, সাথেই থাকুন।’

জীবনী লিখতে ওয়াসিম আকরামকে সাহায্য করেছেন গিডন হেইগ। পাকিস্তানি গণমাধ্যমকে ওয়াসিম আকরাম জানিয়েছেন জীবনের বেশ কিছু অজানা অধ্যায় সামনে আনবেন তিনি।

৯৭ ডেস্ক

Read Previous

ক্রিকেট মাঠে বাজল ‘গড সেভ দ্য কিং’, প্রোটিয়াদের বাচাবে কে?

Read Next

স্টেডিয়াম ভাঙচুর ও মারামারির ঘটনায় গ্রেফতার দুইশো আফগান

Total
16
Share