ক্রিকেট মাঠে বাজল ‘গড সেভ দ্য কিং’, প্রোটিয়াদের বাচাবে কে?

ক্রিকেট মাঠে বাজল 'গড সেভ দ্য কিং', প্রোটিয়াদের বাচাবে কে?
Vinkmag ad

রাণী এলিজাবেথের মৃত্যুর শোক এখনো চলছে ইংল্যান্ড জুড়ে। একারণে ৩য় দিনে এসে শুরু হয় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার টেস্ট। টেস্ট শুরুর আগে ৯৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমানো রাণীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

১৯৫২ সালের পর এই প্রথম কোন খেলার ইভেন্টে বাজানো হয় ‘গড সেভ দ্য কিং’।

দুই দলই নামে হাতে কালো আর্মব্যান্ড পরে। রাণীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় ১ মিনিট নীরবতাও।

আনুষ্ঠানিকতা সেরে দুই দল মাঠে নামে। তবে স্বস্তিতে নেই সফরকারীরা। লাঞ্চ বিরতির আগেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে তারা, স্কোরবোর্ডে জমা পড়েছে মাত্র ৬৯ রান।

প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে বোল্ড করে শুরু করেন ওলি রবিনসন, নিজের ১ম ও ইনিংসের দ্বিতীয় ওভারেই।

পরবর্তী ওভারে জিমি অ্যান্ডারসনকে উইকেট দেন অপর ওপেনার সারেল এরউই। ক্যাচ দেন উইকেটের পেছনে বেন ফোকসকে।

তিনে নামা কিগান পিটারসেন রানের খাতাই খুলতে পারেননি, বোল্ড হন ওলি রবিনসনের বলে।

রায়ান রিকেলটন দুই অঙ্ক (১১) স্পর্শ করে ফেরেন স্টুয়ার্ট ব্রডের প্রথম শিকার হয়ে। পরে রবিনসন লাঞ্চের আগে ফেরান কাইল ভেরেনে (০) ও উইয়ান মুলডারকেও (৩)। অপেক্ষায় আছেন ৫ম উইকেটের।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন লাঞ্চ বিরতি অব্দি)-

দক্ষিণ আফ্রিকা ৬৯/৬ (২৪), এলগার ১, এরউই ০, পিটারসেন ১২, রিকেলটন ১১, জোন্ডো ২১*, ভেরেনে ০, মুলডার ৩, জানসেন ১৭*; অ্যান্ডারসন ৮-২-১৬-১, রবিনসন ৮-৩-২১-৪, ব্রড ৬-০-২০-১।

৯৭ ডেস্ক

Read Previous

হতভম্ব বাবর আম্পায়ারকে- ‘কাপ্তান ম্যায় হু’!

Read Next

অজানা অধ্যায় জানাতে জীবনী নিয়ে হাজির হচ্ছেন ওয়াসিম আকরাম

Total
33
Share